সম্প্রতি কোভিড-১৯ প্যানডেমিক পরিস্থিতিতে বেশিরভাগ ব্যবসাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। গাড়ি বিক্রির হার ক্রমশ তলানীতে ঠেকায় কোম্পানির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর গ্রাহকদের গাড়ি কেনার প্রবণতা একটু বাড়লেও আগের মত অবস্থা ফিরে আসেনি। বছরের শেষের দিকে অটো মোবাইল কোম্পানিগুলি তাদের গাড়ির ওপর বাড়ি ডিসকাউন্ট দিয়ে স্টক শেষ করার চেষ্টা করেছে। কিন্তু খুব একটা ভালো ফল মেলেনি। ব্যবসার ক্রমশ ক্ষতি হওয়া দেখে কোম্পানিগুলি আগামী বছরের শুরু থেকে তাদের গাড়ির দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী নতুন বছরের শুরুতে বেশ কতকগুলি জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি তাদের গাড়ির দাম বৃদ্ধি করেছিল। তবে এবার জনপ্রিয় অটোমোবাইল মেকার সংস্থা Tata Motors তাদের সব রেঞ্জের গাড়ির দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। কোম্পানি মারফত জানা গিয়েছে, ২২ জানুয়ারি ২০২১ থেকে কোম্পানির প্রত্যেকটি গাড়ির দামের উপর ২৬০০০ টাকা করে দাম বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য নতুন বছরের শুরুর আগেই Tata Motors তাদের কমার্শিয়াল গাড়িতে দাম বৃদ্ধি করেছিল। তাই এবার আর ওই গাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে না। এবার শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়ির দাম বৃদ্ধি পাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যারা গাড়ি ২১ জানুয়ারির মধ্যে বুক করেছিলেন তারা পুরনো দামেই গাড়ি পাবেন।
নতুন বছরের শুরুতে গাড়ির দাম বৃদ্ধি পাওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। আসলে বেশ কিছু কারণের জন্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুলিকে বাধ্য হয়ে তাদের গাড়ির দাম বৃদ্ধি করতে হচ্ছে। প্রথমত, গাড়ি তৈরির কাঁচামাল যেমন স্টিল, সেমিকন্ডাক্টর, প্লাস্টিক, ফাইবার কিনতে এখন কোম্পানির অনেক বেশি খরচ পড়ছে। দ্বিতীয়ত, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ির ট্রান্সপোর্টেশন কোস্ট আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আপনি যদি একটি গাড়ি কিনতে চান তাহলে এখনই কিনে নিন। নতুন বছরের শুরুতে যে হারে গাড়ির দাম বৃদ্ধি করা শুরু করেছে তাতে কিছুদিন পরে গাড়ির দাম যে আকাশছোঁয়া হয়ে যাবে না, তার কোন নিশ্চয়তা নেই।