ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ধোনির অবসরের সাথেই হতাশ হয়েছেন অনেক ক্রিকেট ফ্যান। ধোনি তার অবসরের কথা আজ ইনস্টগ্রামে ভিডিও শেয়ারের মাধ্যমে জানিয়েছেন। ক্রিকেটের ময়দানে জয়ের অঙ্গীকার দেওয়া ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক যে একজন প্রকৃত বাইকপ্রেমী সে বিষয়ে অনেক ক্রিকেট ফ্যানই অবগত। আজ এই প্রতিবেদনে আমরা মহেন্দ্র সিং ধোনি এবং তার বাইক এর কিছু গল্প আপনাদের শোনাবো। চলুন জানা যাক সেই সমস্ত গল্পগুলি সম্পর্কে।
১৭ নভেম্বর ২০০৮
এই সময় অনেক ক্রিকেটপ্রমীদের জন্য স্বর্ণযুগ। এই সময় যুবরাজ ও ধোনির জুটির নিজের খেলার ক্ষমতায় মাথা নত করিয়ে রেখেছিলেন গোটা বিশ্বকে। তবে এই সময়ই ঘটেছিল এক অবাক করা ঘটনা। ইন্দোরে এক ODI সিরিজ চলাকালীন ইংল্যান্ডের সাথে খেলার পরে ধোনি ও যুবরাজ এক সাথে গ্রাউন্ডে বাইক চালিয়েছিলেন।
৩১ জানুয়ারি ২০০৭
বডোদরা তে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা শেষের পরে আবারো ধোনিকে দেখা গিয়েছিল মাঠে বাইক চালাতে। এর বার তার পিছনে বসে ছিলেন ইরফান পাঠান ও রবিন উথাপ্পা।
Rajdoot (Yamaha RD350)
বাইকপ্রেমী মহেন্দ্র সিং ধোনির প্রথম বাইকের নাম ছিল Rajdoot (Yamaha RD350)। জানা গিয়েছে যে ধোনি এই বাইকটি ৪,৫০০ টাকায় কিনেছিলেন।
Ninja ZX-14R
Kawasaki Ninja ZX-14R একটি পাওয়ারফুল ইঞ্জিনের সুপারবাইক।এটি ধোনির বাইকগুলির মধ্যে অন্যতম বলে জানা যায়। এছাড়া ধোনির প্রিয় বাইকগুলির মধ্যে রয়েছে Yamaha Thundercat এবং BSA Goldstar।