বর্তমানে এখন অনেকেই কাস্টমাইজড বাইক কিনতে পছন্দ করে। সম্প্রতি একটি হিরো স্প্লেন্ডার বাইককে BMW ক্যাফে রেসার বাইক পরিণত করা হয়েছে। একটি Hero Splendor কে BMW ক্যাফে রেসার বাইকে পরিবর্তন করতে অনেক নতুন ধরনের বাইকের যন্ত্রের পরিবর্তন করতে হয়েছে। কিন্তু বাইকের লুক পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে। আজকের এই প্রতিবেদনে BMW ক্যাফে রেসার বাইক বানাতে Splendor এ কী কী পরিবর্তন করতে হয়েছে তাই জানাবো।
কাস্টমাইজ বাইকে একটু ভিন্টেজ লুক দিতে বাইকের সামনে গোলাকার এলইডি হেডল্যাম্প ও স্টাইলিশ ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এছাড়া বাইকের বার এন্ড মীরর ব্যবহার করা হয়েছে। এছাড়া বাইকে কাস্টম হ্যান্ডেল গ্রিপ ও সিঙ্গেল অ্যানালগ স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। বাইকের ফুয়েল ট্যাংক এর উপর BMW লোগোর ভিনাইল পেন্ট করা হয়েছে। এছাড়াও নতুন ক্যাফে রেসারের লুক দিতে পিছনের চাকায় মাড গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। সিট যাবে লেদার সিট ব্যবহার করা হয়েছে যা বাইকটিকে প্রিমিয়াম লুক দিচ্ছে। বাইকে স্পোক ওয়ার হুইল ব্যবহার করা হয়েছে।
বাইকটিকে আকর্ষণীয় করে তোলার জন্য পুরো বাইকে ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। মাঝে ফুয়েল ট্যাংক এ নীল রং ও বাইকের সাসপেনশন গোল্ডেন রঙের করা হয়েছে। বাইকটিকে দূর থেকে দেখলে একটি প্রিমিয়াম ক্যাফে রেসার বাইক দেখতে লাগছে। কিন্তু বাইকটিতে ইঞ্জিন হিসাবে Splendor এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটিকে Splendor থেকে BMW ক্যাফে রেসার বানাতে মাত্র খরচ হয়েছে ৬০০০০ টাকা।