বেশ কিছুদিন আগে ২০১৯ Toyota Motor Show তে টয়োটা একটি ছোট্ট ইলেকট্রিক গাড়ি নিয়ে এসেছিল। সেই সময় এটি ছিল আল্ট্রা কম্প্যাক্ট ইলেকট্রিক ভেহিকেল কনসেপ্ট। এবারে এই কোম্পানি সময়মতো লঞ্চ করতে চলেছে তাদের এই আল্ট্রা কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি।
সম্প্রতি এই জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি লঞ্চ করে দিয়েছে তাদের Toyota C+Pod গাড়ি। এই গাড়িটি হতে চলেছে আগের আল্ট্রা কম্প্যাক্ট BEV কনসেপ্টের প্রোডাকশন ভেরিয়েন্ট। টয়োটা এই গাড়ির মাধ্যমে আপনাকে দিতে চলেছে একেবারে পিন্ট সাইজ প্যাকেজ। এই গাড়ি আরবান কমিউনিকেশন এর জন্য একেবারে পারফেক্ট।
এই ছোট্ট ইলেকট্রিক গাড়ি ২৪৯০ মিলিমিটার লম্বা, ১২৯০ মিলি মিটার চওড়া এবং ১৫৫০ মিলিমিটার উচ্চ। ইলেকট্রিক গাড়ি বাইরের পুরো প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি। অন্যদিকে, এই কারণে এই গাড়ির ওজন অত্যন্ত কম, মাত্র ৬৯০ কিলোগ্রাম।
এই গাড়িতে একসাথে বসতে পারবেন মাত্র দুইজন। তার সাথে আপনারা কিছু জিনিসপত্র বহন করে নিয়ে যেতে পারবেন সিটের পিছনে রেখে। অন্যান্য ইলেক্ট্রিক গাড়ির মতো এখানেও একটি ইলেকট্রিক মোটর থাকছে। ইলেকট্রিক মোটর লিথিয়াম আয়ন ব্যাটারি এর মাধ্যমে পাওয়ার গ্রহণ করে। এই ব্যাটারির ক্ষমতা ৯.০৬ KWH। এই ছোট্ট ইলেক্ট্রিক ভেহিকেল একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলতে পারে। তবে, এই গাড়ির সর্বোচ্চ স্পীড কিন্তু খুব কম ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা।
বর্তমানে শুধুমাত্র জাপানে এই গাড়ি লঞ্চ করা হয়েছে। জাপানি ইয়েনে এই গাড়ির দাম রাখা হয়েছে ১৬,৫০,০০০ ইয়েন অর্থাৎ ১৬,০০০ ডলার ( ভারতীয় মুদ্রায় ১,১৭,৮৬৩ টাকা )।