জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি Skoda সম্প্রতি শুরু করে দিয়েছে তাদের Enyaq iV ইলেক্ট্রিক এসইউভি গাড়ির প্রোডাকশন। এই ইলেকট্রিক এসইউভি হতে চলেছে Skoda এর সর্বপ্রথম প্রোডাকশন মডেল যা ভক্সওয়াগন গ্রুপের মডিউলার ইলেকট্রিফিকেশন টুলকিট এর উপর তৈরি। এই চেক রিপাবলিকের গাড়ি নির্মাতা সংস্থা প্রতিদিন ৩৫০টি ইলেকট্রিক এসইউভি তৈরি করবে।
Skoda Enyaq iV গাড়িতে দুটি ব্যাটারি সাইজ এবং চারটি পারফরম্যান্স ভেরিয়েন্ট রয়েছে। সবথেকে বেশি পাওয়ারফুল ভেরিয়েন্টে দ্বিতীয় ইলেকট্রিক মোটর পিছনের মোটর এর সাথে একসাথে কাজ করে। ব্যাটারি সাইজ এর উপরে নির্ভর করে, এই গাড়ি সর্বাধিক ৫০৮ কিলোমিটার অব্দি চলতে পারে।
ইন্টেরিয়র অপশন সম্পূর্ণরূপে মডার্ন লিভিং এনভায়রনমেন্ট-এর উপরে তৈরি করা হয়েছে। উল এবং লেদার ট্যান পদার্থের মাধ্যমে ইন্টেরিয়র তৈরি। হেড আপ ডিসপ্লে, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে একটি Skoda এর সবচেয়ে প্রথম মডেল।
২০১৯ সালে Skoda তাদের প্রথম ইলেকট্রিক সিরিজ মডেল নিয়ে এসেছিল। ওই মডেলগুলো ছিল সম্পূর্ণ ব্যাটারি ইলেকট্রিক Koda Citigoe iV এবং Skoda Superb iV।