Simple Electric Energy সম্প্রতি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Mark 2। ভারতে প্রচলিত ইলেকট্রিক স্কুটার গুলিকে করা টক্কর দিতে আর কিছুদিনের মধ্যে বাজারে আসতে চলেছে এই ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি এটির কিছু প্রোটোটাইপ ফিচার আমাদের সামনে চলে এলো। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, স্কুটার একবার চার্জ দিলে ২৩০ কিমির বেশি দূরত্ব যেতে পারবে। এই ইলেকট্রিক স্কুটার এর টপ স্পিড হবে ১০৫ কিলোমিটার এবং মাত্র ৩.৬ সেকেন্ড সময় এর মধ্যে এই স্কুটার ০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা এর গতিবেগ অর্জন করতে পারে।
প্রথম টেষ্টের পরে Simple Energy জানিয়েছিল যে তাদের ইলেকট্রিক স্কুটার এর রেঞ্জ হতে চলেছে ২৮০ কিলোমিটার। তবে, সম্প্রতি নিয়ে আসা টেস্টের পরে জানা গিয়েছে এই ইলেকট্রিক স্কুটার এর সর্বাধিক রেঞ্জ হবে ২৩০ কিলোমিটার এর কিছুটা বেশি। তবে এই রেঞ্জ আপনারা পাবেন ইকো মোডে। পাশাপাশি, এই স্কুটারে আপনারা ইকো, নরমাল, এবং স্পোর্টস মোড রয়েছে। বাজারের জনপ্রিয় কিছু ইলেকট্রিক স্কুটার Ather 450X, Bajaj Chetak, এবং TVS iQube এর সঙ্গে এই স্কুটারের টক্কর হবে।
আগামী বছর এই স্কুটার লঞ্চ হতে চলেছে। এই ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে আপনাকে বহন করতে হবে একটি ৬ কিলোগ্রামের ব্যাটারি যা সাধারণ চার্জিংয়ে ৪০ মিনিটে ৮০% চার্জ হবে। এবং ফাস্ট চার্জে চার্জ করলে, ২০ মিনিটে ৫০% চার্জ হবে।
এই ইলেকট্রিক স্কুটার বাজারে চলে এলে গ্রাহকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। এটির দাম এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে সম্ভাব্য দাম হতে চলেছে ১.১ লক্ষ টাকা। রিপোর্ট অনুযায়ী আগামী ফেব্রুয়ারি ২০২১তে আমরা এটিকে বাজারে লঞ্চ হতে দেখতে পারি।