ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় SUV গাড়ি হল মাহিন্দ্রা কোম্পানির Scorpio। এই গাড়িটির একাধিক মডেল ভারতীয় বাজারে বেশ রমরমিয়ে বিক্রি হয়। ভারতীয় গ্রাহকদের জন্য বাজারে আসছে Scorpio S3+। এই গাড়ির দাম কোম্পানি ভারতীয় গ্রাহকদের বাজেটের কথা ভেবে রেখেছে। গাড়ির এক্স শোরুম মূল্য মাত্র ১১.৭০ লাখ টাকা। এছাড়া আমি শুনলে অবাক হবেন যে S5 মডেলের তুলনায় এই গাড়ির দাম ৫৫০০০ টাকা কম। আসুন আজকের এই প্রতিবেদনে নতুন Scorpio S3+ এর স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিন।
Mahindra Scorpio S3+ গাড়িতে ২.২ গিটারের ফোর সিলিন্ডার mHawk তারপর ডিজেল ইঞ্জিন আছে। এই গাড়ির ইঞ্জিন মোট ১২০ bhp পাওয়ার ও ২৮০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ারবক্স দেখা যাবে। এছাড়া এই গাড়ি শুধুমাত্র রিয়ার হুইল ড্রাইভ ভেরিয়েন্ট উপলব্ধ। প্রসঙ্গত উল্লেখ্য, আগের Mahindra Scorpio S3 গাড়িতে ২.৫ লিটারের CRDi ইঞ্জিন আছে যা ৭৫ hp উৎপন্ন করতে পারত। তবে দেশজুড়ে BS6 নিয়ম চলে আসায় কোম্পানি এই গাড়ি বিক্রি বন্ধ করে দিয়েছে।
নতুন Mahindra Scorpio S3+ গাড়িতে একাধিক অত্যাধুনিক স্পেসিফিকেশন আছে। এই গাড়িতে মাইক্রো হাইব্রিড টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে ম্যানুয়াল সেন্ট্রাল লকিং অপশন। গাড়িতে পিছনে পার্কিং সেন্সর ও গাড়িতে ম্যানুয়াল HVAC সিস্টেম পাওয়া যাবে। এই গাড়ি বেশ কয়েকটি সিট ভেরিয়েন্ট আসবে যা হলো ৭ টি ও ৯ টি।