জনপ্রিয় বাইক প্রস্তুতকারী সংস্থা Royal Enfield তাদের ক্লাসিক বাইকের জন্য অত্যন্ত জনপ্রিয়। তবে ভারতের বাজারে অ্যাডভেঞ্চার ক্যাটাগরি্র বাইক বলতে গেলে সাধ্যের মধ্যে Royal Enfield Himalayan যে গ্রাহকদের খুবই পছন্দের তা অস্বীকার করা যায় না। এরপর কোম্পানি চলতি বছরের শুরু থেকে বলে দীর্ঘদিন অপেক্ষার পর গতকাল বৃহস্পতিবার তাদের নতুন Himalayan 2021 লঞ্চ করে দিয়েছে। এই নতুন বাইকে একাধিক নতুন ফিচার এবং বিভিন্ন ধরনের কালার অপশন এসেছে। আসুন আজকের এই প্রতিবেদনে নতুন বাইকের স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।
Himalyan 2021 এর ইঞ্জিন বেশ শক্তিশালী। এই বাইকের ইঞ্জিন ৪১১ সিসির। এই ইঞ্জিন ৬৫০০ rpm এ ২৪.৫ bhp পাওয়ার ও ৪৫০০ rpm এ ৩২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আছে। এই বাইকে নতুন ধরনের সিট ও কেরিয়ার ব্যবহার করেছে। নতুন বাইকের সিট আগের তুলনায় অনেক আরামদায়ক করা হয়েছে। বাইকে পানিয়ার্স লাগানোর জন্য পিছনের কেরিয়ার রেক আরও মজবুত ও নতুন ডিজাইনের লাগানো হয়েছে। বাইকের সামনে ফ্রন্ট রেকে পরিবর্তন করা হয়েছে। এই নতুন বাইকে আগের তুলনায় আরো ভালো উন্ডস্ক্রীন লাগানো হয়েছে। এক কথায় বলতে গেলে এই বাইক আগের তুলনায় আরো আরামদায়ক ও আকর্ষণীয় করা হয়েছে।
নতুন বাইকটি বেশ কয়েকটি চমকপ্রদ কালার অপশনে পাওয়া যাবে। সেগুলি হল মিরাজ সিলভার, পাইন গ্রীন ও গ্রানাইট ব্ল্যাক। এছাড়াও আগের রক রেড, লেক ব্লু ও গ্রাভেল গ্রে কালার অপশন পাওয়া যাবে। কোম্পানি তাদের এই নতুন বাইকের এক্স শোরুম মূল্য রেখেছে ২.০১ লাখ টাকা। আপনি যদি এই মুহূর্তে একটি অ্যাডভেঞ্চার ক্যাটাগরি্র বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্যই বাজারে আসছে Royal Enfield Himalayan 2021।