Latest Posts

আগামী বছর বাজারে আসছে Royal Enfield Classic 350, জেনে নিন খুঁটিনাটি

আগামী বছরের শুরুর দিকে বাজারে আসতে চলেছে Royal Enfield Classic 350। তবে, লঞ্চের প্রাক্কালে এবারে ছবি দেখা গেল এই নতুন বাইকের। এই নতুন বাইক নিয়ে ইতিমধ্যেই কৌতুহল ছড়িয়ে পড়েছে বাইক প্রেমীদের মনে। আর হবে নাই বা কেনো? বুলেট বলে কথা! বুলেট বলে কথা ইতিমধ্যেই এই নতুন মডেলের বাইকের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তো দেখে নেওয়া যাক এই নতুন বাইকে কি কি থাকতে চলেছে নতুন নতুন ফিচার।

আউটলুক এর দিক থেকে বাইকটি একেবারে যথাযথ। এই নতুন বাইকে আপনারা পেয়ে যেতে চলেছেন আইকনিক টাইগার আই হেড ল্যাম্প। এছাড়া নতুন ডিজাইনের ইন্ডিকেটর বেশ আকর্ষণীয়। বাইকের ডিজাইনের তেমন কিছু পরিবর্তন করা হয়নি। এই বাইকে আপনারা রেট্রো স্টাইল ট্যাংক আর দীর্ঘ সাইড প্যানেল পাচ্ছেন। এছাড়া আপনার এই গাড়ির রাউন্ড এর রিয়ার সিট বেশ আকর্ষণীয় লাগতে পারে।

এই গাড়িতে নতুন ডুয়াল ক্রেডল ফ্রেম আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এই বাইকে বেশ কিছু নতুনত্ব আসছে। প্রথমেই বাইকে আপনারা পেয়ে যেতে চলেছেন একটি নয়া সুইচ গিয়ার। ডানদিকে সম্পূর্ণ দুটি নতুন ডিস্ক ব্রেক আপনারা পাচ্ছেন। এছাড়া নতুন রয়াল এনফিল্ড Classic 350 বাইকে আপনারা ইন্সট্রুমেন্ট কনসোল পাবেন না বলে জানা যাচ্ছে। তবে এ নিয়ে খোলসা করে কিছু জানানো হয়নি কোম্পানির তরফ থেকে।

এছাড়া বাইকের ইঞ্জিন যথেষ্ট কর্ম দক্ষতা সম্পন্ন। এই বাইকে আপনারা পাচ্ছেন ৩৪৯ সিসির এয়ার কুল, ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন। আপনারা ৬,১০০ rpm গতিতে ২০.২ hp পাওয়ার এবং ৪,০০০ rpm এ ২৭ nm টরক জেনারেট করতে পারবেন। এটি একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনের পাশে ফাইভ স্পিড গিয়ার বক্স আপনি পাবেন। এছাড়াও ভালো হেড এবং সিলিন্ডার হেড অতিরিক্ত ইন্টার্নাল ওয়েল সার্কিট আপনাদের জন্য থাকছে। এই কারণে ইঞ্জিনটি ঠান্ডা থাকবে।

এখনো পর্যন্ত দামের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কয়েকটি মিডিয়া রিপোর্ট সূত্রে খবর, এই নতুন রয়াল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকের দাম ২ লক্ষ টাকার মধ্যেই হতে পারে। সবমিলিয়ে রয়েল এনফিল্ড লাভারদের মনে বর্তমানে এই বাইক নিয়ে দুর্দান্ত ক্রেজ রয়েছে।

Latest Posts

টেক নিউজ