শুরু হয়ে গেছে বছর শেষে ডিসকাউন্ট অফার। বর্তমানে সমস্ত কোম্পানি তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হয়েছে। পিছিয়ে নেই জনপ্রিয় গাড়ি কোম্পানি Renault । তারা তাদের গাড়ির উপরে দুর্দান্ত এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট এর সুবিধা দিচ্ছে। এই গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তারা নিজেদের Duster, Kwid এবং Triber গাড়ির উপরে এই ডিসকাউন্ট দিচ্ছে। আপনি সর্বাধিক ৮০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তবে জানিয়ে রাখি এই ডিসকাউন্ট অফার ৩১ ডিসেম্বর অবধি চলবে। সম্প্রতি একটি মিডিয়া প্রতিবেদনে এই ডিসকাউন্ট অফার এর ব্যাপারে আমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছি। চলুন জেনে নেওয়া যাক কোন কোন গাড়িতে কি কি ডিসকাউন্ট অফার আপনি পাবেন।
Renault Duster
যারা এই গাড়ি কিনতে চান তাদের জানিয়ে রাখি RXS CVT, RXS এবং RXZ মডেল এর উপরে রয়েছে দুর্দান্ত অফার। এক্ষেত্রে যারা CVT মডেল কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং ৩০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস থাকছে। এছাড়া, ৩০,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট আপনারা পেতে চলেছেন। অন্যদিকে যারা RXS এবং RXZ মডেল কিনতে চান তাদের জন্য ৩০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৩০,০০০ টাকা কর্পোরেট ডিসকাউন্ট আছে। এক্ষেত্রে গাড়ির টার্বো পেট্রোল মডেল এবং NA পেট্রোল অপশনে একই ধরনের অফার কাজ করছে।
Renault Kwid
এই মডেলে থাকছে বড়োসড়ো ক্যাশ দিস্কাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। প্রথমে জানিয়ে রাখি, Renault Kwid কিনলে আপনারা ১৫,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন। এছাড়া রয়েছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। অন্যদিকে, ৯,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট আছে। এছাড়া যদি RXL মডেল কিনতে পছন্দ করেন তাহলে এই মডেলে ৫,০০০ টাকা অতিরিক্ত ক্যাশ ডিসকাউন্ট আছে।
Renault Triber
এই মডেলে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট থাকছে। এছাড়া থাকছে ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এখানেই শেষ না, Renault Triber কিনতে গেলে ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট আপনি পাচ্ছেন। এছাড়াও এর গাড়ির AMT মডেলের উপর অতিরিক্ত ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট আপনি পেতে চলেছেন। তাই যদি Renault Triber আপনি কিনতে চান তাহলে AMT মডেল ট্রাই করতে পারেন।