ফ্রান্সের অটোমোবাইল কোম্পানি Reanult এবার বাজেট মূল্যে ভারতের বাজারে নয়া সাব কম্প্যাক্ট SUV গাড়ি Renault Kigar লঞ্চ করতে চলেছে। গাড়ি মেকার সংস্থার তরফ থেকে জানা গিয়েছে তারা আগামী ২৮ জানুয়ারি ভারতের বাজারে এই গাড়িটি প্রকাশ করবে। কোম্পানি গাড়িটি লঞ্চের আগে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে যাতে গাড়িটির লুক এবং কিছু স্পেসিফিকেশন সম্বন্ধে জানা যাচ্ছে। আসুন আজকের প্রতিবেদনে গাড়িটি স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।
নয়া Renault Kigar গাড়িটিতে দুই ধরনের ইঞ্জিন ভেরিয়েন্ট এসছে। একটি ভেরিয়েন্ট এ ১ লিটারের পেট্রোল ইঞ্জিন আছে যা ৭২ ps পাওয়ার ও ৯৬ Nm টর্ক উৎপাদন করতে পারে। এছাড়া অন্য ভেরিয়েন্ট টার্বো পেট্রোল ইঞ্জিন আছে যা ১০০ PS পাওয়ার ও ১৬০ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই গাড়িতে 2 ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্সের অপশন পাওয়া যাবে। এই গাড়িতে নিরাপত্তার জন্য ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ ও ব্রেকিং এর জন্য ABS সিস্টেম আছে। এছাড়াও ড্রাইভার এর সুবিধার জন্য গাড়ির চারিধারে ৩৬০ ডিগ্রী ক্যামেরা আছে।
নয়া Renault Kigar গাড়িটি একপ্রকার অত্যাধুনিক স্পেসিফিকেশনের ঠাসা। গাড়িটির ডিজাইন বেশ আকর্ষণীয়। এই গাড়িতে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সেন্টার আছে যাতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে সাপোর্ট করে। এছাড়াও এই গাড়িতে ৭ ইঞ্চির একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার দেখা যাবে। এই গাড়িতে এলইডি প্রজেক্টর হেড ল্যাম্প ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে অত্যাধুনিক ক্রুজ কন্ত্রল, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ভয়েস রেকোগ্নিশন টেকনোলজি, ইলেকট্রিক কালী অ্যাডজাস্টেবল উইন মিরর ইত্যাদি প্রযুক্তি দেখা যাবে।
কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে নতুন Renault Kigar এর দাম ৫ থেকে ৯ লাখ টাকার মধ্যে হবে। এই গাড়িটি খুব সম্ভবত আগামী বছরের মার্চ মাসে লঞ্চ করবে। অন্যদিকে কোম্পানির সবচেয়ে সস্তা SUV গাড়ি Nisaan Magnite এর দাম ৫.৪৯ লাখ টাকা।