ভারতের বাজারে ক্রুসিং বাইকের কথা ভাবলেই সাধ্যের মধ্যে আসে Royal Enfield এর বাইকগুলি। এই কোম্পানি ২৫০ থেকে ৫০০ সিসি অব্দি নানাবিধ ক্লাসিক বাইক ভারতের বাজারে এনেছে। কিন্তু নতুন বছরের শুরুতে অন্যান্য কোম্পানির মত Royal Enfield ও তাদের বাইকের দাম বৃদ্ধি করছে। বছরের শুরুতেই কোম্পানি তাদের প্রিমিয়াম বাইক Interceptor 650 ও Continental GT 650 এর দাম বৃদ্ধি করতে চলেছে। এই বাইক গুলির বিভিন্ন ভেরিয়েন্ট এবং কালার অনুযায়ী আলাদাভাবে দাম বৃদ্ধি পাবে। তবে দুটি বাইকের দাম ৩০০০ টাকা অব্দি বৃদ্ধি পেতে পারে।
তবে কোম্পানিতে শুধুমাত্র বাইকের দাম বাড়াচ্ছে এমন নয়। তারা এবার থেকে তাদের নতুন বাইকে বেশি সুরক্ষিত CEAT টায়ার দেবে। এর আগে এই বাইকে Pirelli Phantom কোম্পানি টায়ার দিত। এর আগে Royal Enfield Interceptor বাইকের গ্লিটার ও ডাস্ট কালার অপশনের দাম ছিল ২.৮৭ লাখ টাকা। এখন সেই বাইকের দাম বেড়ে হয়েছে ২.৯১ লাখ টাকা। এছাড়া এই বাইকের অরেঞ্জ ক্রাশ বা সিলভার স্পেক্ট্রে কালার ভেরিয়েন্ট এর দাম ছিল ২.৬৬ লাখ টাকা। কিন্তু এখন এর দাম বেড়ে হয়েছে ২.৬৯ লাখ টাকা।
অন্যদিকে কোম্পানির Royal Enfield Continental GT 650 বাইকের তিনটি কালার ভেরিয়েন্ট পাওয়া যেত। তাদের দাম ছিল যথাক্রমে ২.৮২ লাখ টাকা, ২.৯০ লাখ টাকা ও ৩.০৬ লাখ টাকা। কিন্তু নতুন বছর দাম বৃদ্ধি হওয়ার পর তাদের নতুন দাম হবে যথাক্রমে ২.৮৫ লাখ টাকা, ২.৯৩ লাখ টাকা ও ৩.০৬ লাখ টাকা। এছাড়াও কোম্পানির নয়া Meteor 350 বাইকের দাম বৃদ্ধি পাচ্ছে।