দক্ষিণের সুপারস্টার বাহুবলী খ্যাত প্রভাস বেশ কিছুদিন হল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ রয়েছেন। সম্প্রতি তিনি তার প্রিয় জিম ট্রেনার কে একটি লাক্সারি গাড়ি গিফট করেছেন। সম্প্রতি টুইটারে প্রভাস কে তার জিম ট্রেনার লক্ষণ রেড্ডি এবং তার পরিবারের সাথে এক ফ্রেমে দেখা যায়। তাদের সঙ্গে একটি গাড়ি ছিল, এই গাড়িটি প্রভাস তার জিম ট্রেনার কে গিফট করেছেন। প্রভাস জানিয়েছেন যে, কৃতজ্ঞতা স্বরূপ তিনি তার জিম ট্রেনার কে এই গাড়িটি গিফট করেছেন। আপনাদের জানিয়ে রাখি, এই জিম ট্রেনার প্রভাসকে সঙ্গে দীর্ঘ ৮ বছর ধরে ট্রেনিং দিচ্ছেন।
সূত্রের খবর, প্রভাস তার বলিউড ছবি ‘ সাহো ‘ – র শুটিংয়ের সময় তার জিম ট্রেনারের পরামর্শ নিতেন। এই ছবিটিতে প্রভাসের বিপরীতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুর কে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এই ছবিটির সমস্ত একশন সিকোয়েন্সের সাহায্য করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ প্রভাস তার জিম ট্রেনারকে এই গাড়িটি গিফট করেছেন।
এই গাড়িটি হলো Jaguar এর অত্যন্ত জনপ্রিয় গাড়ি Range Rover Velar। এবং বর্তমানে এই গাড়িটির দাম ৭৩.৩০ লক্ষ টাকা ( এক্স শোরুম প্রাইস )। গাড়ির অন রোড প্রাইস প্রায় ৯০ লক্ষ টাকার কাছাকাছি। জনপ্রিয় গাড়ি কোম্পানি Jaguar গত বছর থেকেই এই গাড়িটি তৈরি করা শুরু করেছে। এই গাড়ির ডিজাইন দুর্দান্ত, এবং থাকতে চলেছে বেশ কিছু ফিচারঃ যেমন এলইডি লাইট, ফ্লাশ ডোর হ্যান্ডেল, ইন্টিগ্রেটেড রিয়ার স্পয়লার। অন্যদিকে গাড়িটির ভিতর দুটি ইন্টিগ্রেটেড টাচস্ক্রিন এবং মিনিমালিস্ট কন্ট্রোল স্ট্যান্ডার্ড আছে। এই গাড়িতে ফুলস্ক্রীন ম্যাপ দেখা, ফোন ব্যবহার করা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া চালানো সম্ভব।
স্বভাবতই, এই বিলাসবহুল গাড়ি উপহার পেয়ে অত্যন্ত খুশি প্রভাসের জিম ট্রেনার লক্ষণ রেড্ডি। প্রসঙ্গত জানিয়ে রাখি, লক্ষণ রেড্ডি বিগত ২০১০ সালে মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন, এবং তিনি ভারতের প্রথম সারির জিম ট্রেনার দের মধ্যে অন্যতম।