বেঙ্গালুরুর Ola Electric ঘোষণা করেছে যে তারা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে দেবে আগামী ফেব্রুয়ারী ২০২১ এর মধ্যে। একটি মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে, শুধু ফেব্রুয়ারি তে লঞ্চ না, জানা যাচ্ছে, এই স্কুটার এর দাম হবে ১ লক্ষ টাকার কমের মধ্যে। অর্থাৎ আপনারা আর ২ মাসের মধ্যে একটি নতুন ইলেকট্রিক স্কুটার দেখতে পেতে চলেছেন যার দাম ১ লাখের কমই হবে।
Ola Cabs এর এই EV সেক্টর বর্তমানে নেদারল্যান্ড এর ইলেকট্রিক স্কুটার কোম্পানি OEM Etergo এর সহায়তায় তাদের স্কুটার নিয়ে আসবে। তারপর থেকে এই দুটি কোম্পানি একসাথে একটি এফিসিয়েন্ট এবং ক্লিন আরবান ডিজাইনের ইলেকট্রিক স্কুটার বাজারে আনার জন্য কাজ করছে। এটি ঘরোয়া এবং বিদেশি মার্কেটে লঞ্চ করা হবে। সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে জানা গেছে, এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে আগামী ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যেই।
এছাড়া জানানো হয়েছে, এই নতুন ইলেকট্রিক স্কুটার বর্তমানে একেবারে শেষ স্টেজে আছে । ইন্ডিয়ান রেগুলেশন এবং ইলেকট্রিক ভেহিকেল অথরিটির সার্টিফিকেট পেলেই এই স্কুটার আসছে মার্কেটে। ভারতের ইলেকট্রিক স্কুটার এর পারমিশন এর ইউরোপিয় মার্কেটের স্ট্যান্ডার্ড সার্টিফিকেট প্রায় একই রকম পদ্ধতিতেই আনতে হবে। তাই মনে করা হচ্ছে, এই বছরের শেষের দিকে এই সমস্ত পারমিশন গ্রহণ করা হবে। জানিয়ে রাখি, Ola কোম্পানিটি Etergo এর ডিজাইন ব্যবহার করছে।
Bajaj Chetak এর দাম প্রায় ১ লক্ষ টাকা। সেই হিসাবে দেখতে গেলে Ola ইলেকট্রিক স্কুটার এর দাম ৯০,০০০ থেকে ৯৫,০০০ এর মধ্যেই হবে। আবার TVS iQube এর দাম ১.১৫ লাখ টাকা। তাই সব কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে মার্কেটে নিজের জায়গা করে নিতে Ola তাদের Electric স্কুটার এর দাম ১ লক্ষের কমই রাখবে বলে জানা যাচ্ছে।