বর্তমানে একদিকে যেমন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলেছে ঠিক অন্যদিকে জীবাশ্ম জ্বালানি দহনের দরুন পরিবেশ দূষণ বা বায়ুদূষণ মানব সভ্যতাকে নাজেহাল করে দিয়েছে। এই পরিস্থিতে সবাই পেট্রোল ডিজেল গাড়ি বা বাইকের ব্যবহার যতটা সম্ভব কম করার চেষ্টা করছে। সেই সাথে গোটা মানবজাতি বুঝতে পেরেছে আমাদের অদূর ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি বা বাইক। সেই নিরিখে বর্তমানে সবাই ইলেকট্রিক বাইক তৈরি করা দিকে মনোনিবেশ করেছে। ভারতের বিভিন্ন স্টাট আপ কোম্পানি থেকে শুরু করে নামজাদা কোম্পানি সবাই তাদের ইলেকট্রিক বাইক ভারতের বাজারে আনছে। এমনকি ভারতীয় গ্রাহকরাও এখন ইলেকট্রিক বাইক কেনার দিকে তাদের ইচ্ছা প্রকাশ করছে।
বর্তমানে Odysse ইলেকট্রিক কোম্পানি ভারতের বাজারে নতুন দুটি ইলেকট্রিক স্কুটি আনার কথা ঘোষণা করেছে। দুটি ইলেকট্রিক স্কুটি নাম হল Odysse E2Go এবং Odysse E2Go lite। এই ইলেকট্রিক স্কুটি গুলো কম গতিসম্পন্ন ইলেকট্রিক স্কুটি হবে। এই স্কুটিতে ২৫০ ওয়াটের ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করা হবে। এছাড়াও এই স্কুটিতে থাকবে ১.২৬ kwh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই স্কুটিতে অ্যান্টি থেফ্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্কুটি কেনার সময় আপনি স্কুটির ব্যাটারির উপর ৩ বছরের গ্যারান্টি পাবেন। এই স্কুটি টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এক চার্জেই স্কুটি ৬০ কিলোমিটার পথ অব্দি যেতে পারে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে স্কুটি বিশেষত শহরে মহিলা বা কম বয়সী যুবকদের জন্য বানানো হয়েছে। কাছাকাছি যানজট কাটিয়ে যাওয়ার জন্য এই স্কুটি পারফেক্ট। এই স্কুটি কেনার জন্য খুব একটা বেশি খরচ করতে হবে না। কোম্পানি Odysse E2Go এর এক্স শোরুম দাম নির্ধারণ করেছে ৫২৯৯৯ টাকা এবং অন্য ভেরিয়েন্ট Odysse E2Go lite এর দাম নির্ধারণ করেছে ৬৩৯৯৯ টাকা। কোম্পানি বর্ধিত পরিবেশ দূষণের কথা ভেবেই এই স্কুটি বাজারে আনছে বলে জানিয়েছে।