গাড়ির জগতের অন্যতম বড় কোম্পানি Nissan সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের একেবারে নতুন এসইউভি গাড়ি NISSAN MAGNITE SUV। এই গাড়ি লঞ্চ করা হয়েছে ৪.৯৯ লক্ষ টাকার স্টার্টিং প্রাইসে।
এই গাড়িতে আপনারা পাবেন চারটি আলাদা আলাদা মডেল। এই মডেল গুলি হল – XE, XL, XV, এবং XV Premium। এই Nissan Magnite গাড়ির সবচেয়ে দামী মডেলের দাম হতে পারে সর্বাধিক ৯.৩৫ লক্ষ টাকা। Nissan Motors India ৪.৯৯ লক্ষ টাকার প্রাথমিক দামে এই গাড়ি লঞ্চ করে দিয়েছে। তবে এটি একটি ইন্ত্রডাক্টরি অফার। জানুয়ারি ২০২১ থেকে এই গাড়ি তার স্বাভাবিক দাম ৫.৪৪ লক্ষ টাকা ( এক্স শোরুম ) থেকে পাওয়া যাবে। তবুও, Nissan Magnite বর্তমানে ভারতের সব থেকে সস্তা B-SUV।
এই দামের কারণে প্রতিযোগী কম্পানীগুলি কিছুটা চাপের মুখে পড়তে চলেছে। B-SUV রেঞ্জে Maruti Suzuki Vitara Brezza, Tata Nexon, Kia Sonet, Hyundai Venue এর মতো গাড়ি রয়েছে।
Magnite গাড়িতে আছে ২ টি পেট্রোল ইঞ্জিন অপশন। ১.০ লিটার ন্যাচারাল অ্যাস্পিরেটেড এবং আরেকটি ১.০ লিটার টার্বো পেট্রোল। এই ন্যাচারাল অ্যাস্পিরেটেড ইঞ্জিনে আপনি পাবেন ৫ স্পীড ম্যানুয়াল ( ৭২ ps, ৯৬ ন্যানোমিটার ) ইঞ্জিন। অন্যদিকে, টার্বো পেট্রল ইঞ্জিনে পাবেন ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন ( ১৬০ ps ) এবং ৬ স্পীড CVT ট্রানস্মিশন ( ১৫২ ps )।
Nissan আপনাকে বিভিন্ন উন্নত ফিচার অফার করে। এর মধ্যে আছে X-TRONIC CVT, Cruise Control, 360 – ডিগ্রী আরাউন্ড ভিউ মনিটর এবং Nissan Connect। Nissan এর অপশনাল Tech pack এর মধ্যে আপনারা পাচ্ছেন ওয়ারলেস চার্জার, এয়ার পিউরিফায়ার, অ্যাম্বিয়েন্ট মুড লাইটিং, পাডল ল্যাম্প, এবং হাই এন্ড স্পিকার।
এই নতুন Nissan Magnite গাড়িতে আপনি পেতে চলেছেন ৯টি আলাদা আলাদা বডি কালার। এরমধ্যে ৫টি মনোটোন এবং ৪টি ডুয়াল টোন শেড। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Nissan Magnite আপনাকে ১৭.৭ থেকে ১৯.২৯ কিলোমিটার প্রতি লিটার এর মাইলেজ দিতে সক্ষম। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ৯৯৯ সিসির ইঞ্জিন।