জনপ্রিয় গাড়ি মেকার সংস্থা Nissan এবার ভারতের বাজারে বাজেট মূল্যে SUV গাড়ি Nissan Magnite লঞ্চ করতে চলেছে। এই গাড়িটি ভারতে মোট চারটি ভারিয়েন্ট এ আসবে। সেগুলি হল XE, XL, XV এবং XV প্রিমিয়াম। বিভিন্ন আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে এই Nissan Magnite SUV গাড়ি। এই গাড়ি লঞ্চ করে কোম্পানি ৪ মিটার SUV সেগমেন্ট তাদের আধিপত্য বিস্তার করতে চায়। তারা প্রিমিয়াম হ্যাজবাক সেগমেন্ট এর গ্রাহকদের বাজেট মূল্যেই গাড়ি বিক্রি করতে চায়। আসুন আজকের এই প্রতিবেদনে নয়া Nissan Magnite এর স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিন।
Nissan Magnite স্পেসিফিকেশন:
Nissan Magnite গাড়ির ইঞ্জিন ভেরিয়েন্ট আছে। একটি ভারিয়েন্টে ১ লিটারের B4D পেট্রোল ইঞ্জিন আছে যা ৬২৫০ rpm এ ৭০ bhp পাওয়ার ও ৩৫০০ rpm এ ৯৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এছাড়া অন্য ভেরিয়েন্ট এ ১ লিটারের HRAO টার্বো পেট্রোল ইঞ্জিন আছে যা ৫০০০ rpm এ ৯৭ bhp পাওয়ার ও ৪৪০০ rpm এ ১৫২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই মডেলটিতে ম্যানুয়াল ট্রান্সমিশন অটোমেটিক ট্রান্সমিশন দুই ধরনের ভেরিয়েন্ট পাওয়া যায়। এই গাড়ি গড়ে ১৭.৭ kmpl মাইলেজ দেয়।
Nissan Magnite গাড়িতে অত্যাধুনিক ৭ ইঞ্চির TFT অ্যাডভান্স ড্রাইভ এসিস্ট ডিসপ্লে আছে যা চালককে গাড়ির ৩৬০ ডিগ্রী ভিউ দেয়। এছাড়াও এই গাড়িতে ডায়নামিক কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল ও হাইড্রোলিক ব্রেক অ্যাসিস্ট ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গাড়িটির XV প্রেমিয়াম ভার্শনে নিসান কানেক্ট ও স্মার্ট ওয়াচ এর মাধ্যমে গাড়িটি কানেক্ট করা যাবে।
ভারতের বাজারে কোম্পানি গাড়িটি বর্তমানে ৪.৯৯ লাখ টাকার এক্স শোরুম মূল্যে লঞ্চ করেছে। বর্তমানে এই গাড়িটির দাম জনপ্রিয় মারুতি সুইফট এর থেকেও কম। কিন্তু এই দাম অফার মূল্য। চলতি বছরের ৩১ ই ডিসেম্বরের পর এই গাড়ির দাম বেড়ে যাবে। এই গাড়ির দাম বেড়ে হবে প্রায় ৫.৫৪ লাখ টাকা। XE ভেরিয়েন্ট এর দাম হবে সবচেয়ে কম। এছাড়া প্রীমিয়াম XV এর দাম বেশ বেশি। কিন্তু এই গাড়ি হলো অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ। CVT ভার্সনটি ভারতের বাজারে গ্রাহকদের নজর কাড়তে পারে। তাহলে আপনি যদি এই মুহূর্তে একটি SUV গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই Nissan Magnite এর কথা ভেবে দেখতে পারেন।