কিছুদিন আগে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল একেবারে নতুন গাড়ি Nissan Magnite SUV। ভারতের বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথে এটি ভারতীয় গ্রাহকদের থেকে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। মাত্র পাঁচ দিনের মধ্যে এই গাড়িটি মার্কেটে বেশ জনপ্রিয় হয়ে গেছে। সকলেই বর্তমানে এই গাড়ি কেনার জন্য উৎসুক রয়েছেন। মাত্র ৫ দিনের মধ্যে এই গাড়িটির বুকিং হয়ে গিয়েছে ৫,০০০ এর বেশি। ইতিমধ্যেই অনেকে এই গাড়ির ব্যপারে খোঁজখবর শুরু করেছেন।
আপনাদের জানিয়ে রাখি, এই গাড়ি আপনারা একাধিক অপশন পাবেন। ভারতে SUV এই গাড়িটির বেস ভেরিয়েন্ট এর দাম বর্তমানে ৪,৯৯,০০০ টাকা। অপরদিকে, এই গাড়ির সবথেকে দামি ভেরিয়েন্ট এর দাম ৯,৫৯,০০০ টাকা। তবে এই গাড়ির স্পেশাল ইন্ত্রডাক্টরি প্রাইস এর অফার থাকতে চলেছে মাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত। গাড়ি প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, রকিং স্ট্যাটাস অনুসারে এই গাড়ির XV এবং XV প্রিমিয়াম মডেল সবথেকে বেশি জনপ্রিয়। ৬০ শতাংশের বেশি বুকিং হয়েছে এই দুটি মডেল। অন্যদিকে, ৩০ শতাংশের বেশি বুকিং হয়েছে CVT অটোমেটিক মডেল। উল্লেখযোগ্য বিষয়, নতুন Nissan Magnite এর বুকিং এর ৪০% ডিজিটাল মাধ্যম থেকে করা হয়েছে।
গাড়ি প্রস্তুতকারী সংস্থার বক্তব্য করণা পরিস্থিতিতে করণা পরিস্থিতিতে মানুষজন ধীরে ধীরে নিউ নরমালে অভ্যস্ত হয়ে পড়ছেন। এই কারণে অনেকেই প্যানডেমিক সিচুয়েশন কে মাথায় রেখে অনলাইনে গাড়ি বুক করছেন। এই সমস্ত বিষয়টি মাথায় রেখে একেবারে ঢেলে সাজানো হয়েছে www.nissan.in এর ওয়েবসাইটটি। ভার্চুয়াল শোরুম থেকে শুরু করে ভার্চুয়াল টেস্ট ড্রাইভ সবকিছু আপনি পাবেন এই ওয়েবসাইটে। পাশাপাশি বেশকিছু ডিজিটাল টুল এর ব্যবস্থা করা হয়েছে এবং এগুলিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো গাড়ি বুক করতে পারছেন সচ্ছন্দে। এই সমস্ত ডিজিটাল টুলের মাধ্যমে ৪০% মানুষ তাদের গাড়ির বুকিং করেছেন। এই পুরো বিষয় এর মধ্য দিয়ে দেশের বাজারে গাড়ি প্রস্তুতকারী সংস্থা গুলির বিশ্বাস আরো বেশী মজবুত হয়েছে। পাশাপাশি, Nissan এর Magnite SUV গাড়ি অত্যন্ত নিরাপদ এবং সুরক্ষিত। পাশাপাশি এই গাড়ি অত্যন্ত স্টাইলিশ এবং অত্যাধুনিক ফিচার সম্পন্ন। তাই বর্তমানে গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম একেবারে নতুন Nissan Magnite SUV।
জানিয়ে রাখি, গত ২ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ করেছে এই দুর্দান্ত গাড়ি। এই গাড়িতে থাকছে ৮ ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ডিসপ্লে, ৭ ইঞ্চির TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ভয়েস রেকোগ্নিশন ফিচার, রিয়ার ভিউ ক্যামেরা। এছাড়া আছে LED bi প্রজেক্টর হেড ল্যাম্প, ৩৬০ ডিগ্রী ভিউ মনিটর। এছাড়া আছে ডায়মন্ড কাট চাকা। পেট্রোল মডেলে আপনি এই গাড়ি পাবেন। পাশাপাশি এই গাড়িতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। তবে টার্বো পেট্রল ইঞ্জিনে CVT অটোমেটিক গিয়ার বক্স এর অপশন থাকছে।