করণা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে লকডাউন হয়েছিল ভারতে। এর ফলে অন্য সমস্ত ব্যবসার মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অটোমোবাইল সেক্টর। ২০২০ এর শুরুতে তেমন একটা গাড়ির বিক্রি হয়নি। পাশাপাশি লকডাউন থাকার কারণে এই সেক্টরে কাজ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন। এর ফলে সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থা গুলি ক্ষতির মুখ দেখতে শুরু করেছিল। কিন্তু আবারও লকডাউন খোলার পর থেকে সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থা গুলি সমস্ত সুরক্ষা বিধি মেনে আবারও মাঠে নেমে পড়েছে।
দুর্গাপূজা, নবরাত্রি এবং দীপাবলিতে এই সংস্থাগুলি তাদের গাড়ির উপরে একাধিক ডিসকাউন্ট অফার দিয়েছে। সেই অফারের আমেজ শেষ হতে না হতেই চলে এলো ডিসেম্বর মাসের এন্ড অফ দি ইয়ার সেল। এই ডিসকাউন্ট অফারে প্রত্যেকটি কোম্পানি তাদের গাড়ির উপরে বিশাল টাকার ছাড় ঘোষণা করেছে। টাটা, ডাটসন, মাহিন্দ্রা থেকে শুরু করে রেনলট সমস্ত কোম্পানি তাদের গাড়ির উপরে ডিসকাউন্ট অফার দিয়েছে। তাদের পাশাপাশি পিছিয়ে নেই কিন্তু ভারতের আরো একটি অন্যতম জনপ্রিয় গাড়ি কোম্পানি নিসান। নিসান কোম্পানি তাদের স্টক ক্লিয়ার করার জন্য তাদের অন্যতম জনপ্রিয় মডেল Nissan Kicks SUV এর উপরে শুরু করেছে দুর্দান্ত ডিসকাউন্ট। এর মধ্যে রয়েছে এক্সচেঞ্জ বোনাস, ইয়ার এন্ড ডিসকাউন্ট, এবং স্পেশাল বেনিফিট। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যদি আপনি এই কোম্পানির গাড়ি কেনেন তাহলে আপনি এই অফার গ্রহণ করতে পারবেন।
Nissan Kicks SUV গাড়ী অন্যতম জনপ্রিয় একটি গাড়ি নিসান কোম্পানির। এর নজরকাড়া ফিচার এবং দুর্দান্ত মাইলেজ গ্রাহকদের আকর্ষিত করে। এই গাড়িতে আপনারা দুটি পেট্রোল ইঞ্জিনের অপশন পাবেন যার মধ্যে একটি দেড় লিটার পেট্রোল ইঞ্জিন। এবং অন্যটি ১.৩ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। সাধারণ পেট্রল ইঞ্জিনে থাকতে চলেছে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রানস্মিশন। এই ইঞ্জিন ১০৫ bhp পাওয়ার এবং ১৪২ Nm টর্ক জেনারেট করতে পারে।
অন্যদিকে, টার্বো পেট্রোল ইঞ্জিন ১৫৪ bhp পাওয়ার এবং ২৫৪ Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স স্পীড ম্যানুয়াল এবং একটি CVT গিয়ার বক্স এই ইঞ্জিন এর সাথে।
এটি মিডিয়া রিপোর্টে প্রথমবার এই গাড়ির উপরে ডিসকাউন্টের কথা জানা গিয়েছে। বর্তমানে এই জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি তাদের গাড়ির উপরে ৬৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার দিচ্ছে। এরমধ্যে আপনারা পাচ্ছেন ৫০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ১৫ হাজার টাকার বছর শেষের দুর্দান্ত ডিসকাউন্ট।