জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা Triumph সম্প্রতি মঙ্গলবার প্রকাশ করে দিয়েছে তাদের একেবারে নতুন Sports বাইক Triumph Tiger 850 sport এর প্রথম লুক। আশা করা হচ্ছে এই বাইক আগামী ২০২১ সালে ভারতে লঞ্চ করবে। Triumph Tiger 850 Sport এর দাম রাখা হবে প্রায় ১৩ থেকে ১৪’লক্ষ টাকা। এই বাইকের ভারতে কোন সরাসরি প্রতিদ্বন্দ্বী নেই তবে, BMW এর কয়েকটি বাইকের সাথে এই নতুন বাইক টক্কর দিতে চলেছে।
নেক্সট জেনারেশন টাইগার প্লাটফর্মের উপর তৈরি হয়েছে এই নতুন Triumph Tiger 850 Sport। এখানে আপনি পাচ্ছেন ট্রিপল ইঞ্জিন। সাথে থাকছে ৮৫ ps এর ম্যাক্সিমাম পাওয়ার এবং ৮২ ন্যানোমিটারের টর্ক। এই Triumph Tiger 850 এর টি প্লেন ক্রাংক টাইগার ৯০০ সিরিজ থেকে নেওয়া হয়েছে।
এই বিশেষ বাইকে আপনারা পাবেন ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, রোড এবং রেন রাইডিং মোড, অল এলইডি লাইটিং, ১২ ভোল্ট এর পাওয়ার সকেট এর মত বেশ কিছু ফিচার। বাইকের সামনে টেলিস্কপিক ফর্ক সাসপেনশন এবং পিছনে মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই বাইকে ব্যবহার করা হয়েছে ব্র্যাম্বো স্টাইলামা ব্রেকিং সিস্টেম। ডিজাইনের দিক থেকে এই বাইক অত্যন্ত এগ্রেসিভ যা রাইডারদের অত্যন্ত ভাল লাগতে চলেছে। এই বাইকে ২টি আলাদা আলাদা কালার স্কিম ব্যবহার করা হয়েছে। এই কালার স্কিম এর মধ্যে রয়েছে গ্রাফাইট এবং ডায়াব্লো রেড। এবং রয়েছে গ্রাফাইট এবং কাস্পিয়ান ব্লু।
জানা গিয়েছে, গ্রাহকদের জন্য এটি অত্যন্ত ভালো দামে নিয়ে আসা হতে চলেছে। দুর্দান্ত ফিচার এবং দুর্দান্ত রাইডিং ক্ষমতার সাথে এই বাইক ভারতের বাজারে স্পোর্টস বাইকের তালিকাতে একটি ভালো জায়গা দখল করবে বলে আশা বিশেষজ্ঞদের।