আর কিছুদিনের মধ্যেই বাজার আসতে চলেছে Tata কোম্পানির নতুন SUV গাড়ি Tata Gravitas। অটো এক্সপো ২০২০ তে এই গাড়ি সর্বপ্রথম দেখা গিয়েছিল। এই ফেস্টিভ সিজনে এই গাড়ি লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু প্যানডেমিক থাকার কারণে এই গাড়ি লঞ্চ পিছিয়ে যায়।
টাটা Harrier এর ৭ সিটার ভার্সন হতে চলেছে Tata Gravitas। ২০১৯ এ লঞ্চ হবার সাথে সাথে Tata Harrier বেশ ভালো মার্কেট শেয়ার দখল করে নেয়। মনে করা হচ্ছে Tata Gravitas অনেকটা সেরকম মার্কেট শেয়ার আবারো দখল করে নিতে সক্ষম হবে।
এই ৭ সিটের এসইউভি গাড়ি ৬৩ মিলিমিটার বেশি লম্বা এবং ৮০ মিলি মিটার বেশি উঁচু তার আগের মডেল Tata Harrier এর থেকে। মনে করা হচ্ছে, Tata Gravitas ইম্প্যাক্ট ২.০ ডিজাইন এবং স্টাইলিং ল্যাঙ্গুয়েজ ধরে রাখবে।
এই গাড়ি চলবে BS6 কম্প্লাইন্ট ২ লিটার ক্রায়োটেক ডিজেল পাওয়ার ইঞ্জিনের মাধ্যমে। এই ইঞ্জিন ১৭০ PS এর পাওয়ার এবং ৩৫০ ন্যানোমিটার টরক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনের সাথে ৬ স্পীড MT এবং ৬ স্পীড AMT ট্রানস্মিশন ব্যবহার করা হয়েছে।
Tata Gravitas গাড়িতে একেবারে নতুন ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। নতুন কালার প্যালেট এবং বেশ কিছু নতুন অতিরিক্ত সেফটি ফিচার রয়েছে এখানে। জানা যাচ্ছে, Tata Gravitas ২০২১ এর একেবারে শুরুর দিকে বাজারে আসবে। এবং এই গাড়ির দাম হবে ১৫ লক্ষ টাকা ( এক্স শোরুম )।