উৎসবের মরসুম প্রায় শেষ হতে চলেছে। বেশ কয়েকদিন ধরে সমস্ত গাড়ি কোম্পানিগুলো তাদের বিভিন্ন মডেলের উপর দুর্দান্ত ডিসকাউন্ট দিয়েছিল। কিন্তু, এবার সেই সমস্ত ডিসকাউন্ট প্রায় শেষ হতে চলেছে। তারই মধ্যে কিছু কিছু সংস্থা এখনো সেল অথবা অফার দিচ্ছে। তার মধ্যে অন্যতম হলো ভারতের অগ্রণী গাড়ি নির্মাতা সংস্থা এমজি মোটর। সম্প্রতি জানা গিয়েছে এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের পুজোর অফারের পর আবার নতুন করে অফ-সিজনে তাদের গাড়ির উপরে বিভিন্ন অফার নিয়ে আসছে।
বর্তমানে এমজি মোটরসের সর্বাধিক বিক্রিত চারটি গাড়ি রয়েছে। এর মধ্যে অন্যতম হেক্টর, হেক্টর প্লাস, ZS EV এবং GLOSTER। তবে, জানা গিয়েছে এমজি মোটর তাদের গ্লস্টার গাড়িতে কোন রকম ছাড় দেয়নি। বাকি তিনটি গাড়িতে আপনারা ভারী ডিসকাউন্ট পেয়ে যাবেন। আসুন সেট ডিসকাউন্ট এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
MG HECTOR ও HECTOR PLUS-
এই দুটি গাড়িতে আপনারা পাবেন ১৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। পাশাপাশি থাকছে বিনামূল্যে তিন বছরের অ্যানুয়াল মেইনটেনেন্স। অর্থাৎ ডেলিভারি থেকে ৩ বছর পর্যন্ত সার্ভিসিং করতে হলে আপনার কোন চার্জ লাগবে না।
MG ZS EV-
এমজি মোটরসের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক SUV গাড়ি MG ZS EV এর উপরেও বর্তমানে চলছে ভারী ছাড়। এখন যদি আপনি এই গাড়ি কেনেন তাহলে থাকছে ৪০ হাজার টাকা ছাড়। পাশাপাশি থাকছে ২৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অ্যানুয়াল মেনটেনেন্স ৩ বছরের জন্য এই গাড়িতেও ফ্রি হবে।
তাই দেরি না করে চট করে কিনে ফেলুন এমজি মোটরসের এই জনপ্রিয় গাড়িগুলি।