ভারতের বাজারে নতুন বছরের শুরুতেই লঞ্চ হবে জনপ্রিয় MG Motor কোম্পানির নয়া MG Hector। গাড়িটি লঞ্চ হবে সেটি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কোম্পানি গাড়িটির ছবি এর আগে ইন্টারনেটে প্রকাশ করেছে। কিন্তু গাড়িটি বাজারে লঞ্চ হওয়ার আগেই তার ইন্টেরিয়রের ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। সেই ছবি থেকে দেখে বোঝাই যাচ্ছে নতুন MG Hector 2021 এ বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
নতুন MG Hector 2021 SUV গাড়িতে দুই ধরনের অপশন আছে ইন্টেরিয়ার এর জন্য। প্রথমত থাকছে সিঙ্গেল টোন ব্ল্যাক ইন্টেরিয়র এবং অন্য অপশনে থাকছে ডুয়েল টোন কালার। এই নতুন কালার স্কিম ইন্টেরিয়ার গাড়িটিকে দেখতে আরো বেশি প্রিমিয়াম করেছে। এছাড়া নতুন গাড়িতে ওয়ারলেস চারজিং এর সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া এই গাড়িতে সামনে ভেন্টিলেটেড সিট দেওয়া হয়েছে যা এই দামের মধ্যে পাওয়া যায় না বললেই চলে। এই ভেন্টিলেটেড সিট ড্রাইভার ও তার পাশের সিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই গাড়ির প্রধান বৈশিষ্ট্য হল এর Hinglish ভয়েস কমান্ড সিস্টেম। ভারতে প্রথম কোন গাড়িতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই গাড়ি ৩৫ ধরনের আলাদা ভাষার কমেন্ট বুঝতে পেরে কাজ করতে পারবে।
ভারতের বাজারে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে MG Motor কোম্পানি। এখন গুজরাটে তাদের কারখানায় প্রায় ২৫০০ কর্মী কাজ করে এবং তারা বছরে ৮০০০০ গাড়ি বিক্রি করে। তারা ভারতের বাজারে বেশ কতকগুলি চমকপ্রদ প্রোডাক্ট এনেছিল। তারা ভারতে প্রথম ইন্টারনেট এসইউভি MG Hector ও ইলেকট্রিক ইন্টারনেট এসইউভি MG ZS EV লঞ্চ করেছিল। এবার নয়া ভাবে MG Hector 2021 ভারতের বাজারে লঞ্চ করলে কতটা জনপ্রিয়তা পাবে সেটাই দেখার।