ভারতের বাজারে SUV গাড়ির মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে MG কোম্পানির গাড়িগুলি। সবকিছুর মধ্যে ভারতীয় গ্রাহকদের অত্যন্ত পছন্দ MG Hector গাড়িটি। এবার নতুন বছরে তাদের গ্রাহকদের জন্য কোম্পানি নতুন কিছু করতে চেয়েছিল। তাই কোম্পানি এবার ভারতের বাজারে নয়া আপগ্রেড MG Hector 2021 এর একগুচ্ছ ভারিয়েন্ট আনতে চলেছে। এই নতুন গাড়িগুলির দাম শুরু হবে ১২.৮৯ লাখ টাকা থেকে এবং টপ মডেলটির এক্স শোরুম মূল্য ১৯.১২ লাখ টাকা। আসুন আজকের এই প্রতিবেদনের জেনে নিন নয়া গাড়িতে কি কি নতুন স্পেসিফিকেশন আছে।
নতুন MG Hector 2021 গাড়িতে বিভিন্ন ডিজাইনের পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে অন্যতম গাড়ির কিছু এক্সটেরিয়র ডিজাইন। গাড়ির লুক খুবই আকর্ষণীয়। নতুন গাড়িতে সামনে ক্রোম কালার ফ্রন্ট গ্রিল লাগানো হয়েছে। এছাড়াও সামনের ও পেছনের বাম্পার এর জন্য ধূসর রং ব্যবহার করা হয়েছে যা গাড়ির লুককে আরো ফুটিয়ে তুলছে। এরপর আসা যাক গাড়ির পারফরম্যান্স সম্বন্ধে। এই গাড়িতে ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আছে যা ১৪৩ PS পাওয়ার ও ২৫০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়া এই গাড়িতে নতুন ধরনের ১৮ ইঞ্চির হুইল ব্যবহার করা হয়েছে।
কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, MG মাত্র ১৮ মাস ভারতবর্ষে এসে তাদের ব্যবসা করছে। কিন্তু এত কম সময়ের মধ্যে তারা প্রায় ৪০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে। তাই তারা ভারতীয় গ্রাহকদের জন্য আরো নতুন কারি লঞ্চ করার কাজ করছে। এই নতুন MG Hector 2021 ফেইসলিফট গাড়িতে বিভিন্ন ধরনের অপশন পাওয়া যাবে। এই গাড়ি ৪ সিট, ৫ সিট ও ৬ সিট অপসানে ভারতে লঞ্চ হচ্ছে।