জনপ্রিয় গাড়ি কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়া লঞ্চ করে দিয়েছে তাদের সুইফট গাড়ির একটি লিমিটেড এডিশন। পুজোর আগে এই গাড়ি লঞ্চ করা হয়েছে এবং এই গাড়িতে কিছু অতিরিক্ত ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের জন্য আপনাকে অতিরিক্ত ২৪,৯৯০ টাকা দিতে হবে।
এই লিমিটেড এডিশন মারুতি সুজুকি সুইফট গাড়িতে আপনারা পাচ্ছেন হোস্ট এক্সটেরিয়র এক্সেসরিজ। এর মধ্যে আছে ব্ল্যাক গার্নিশ গ্রিল, টেল ল্যাম্প এবং ফগ ল্যাম্প, গ্লস ব্ল্যাক বডি কিট, সাইড মল্ডিং , ডোর ভিসর, এবং এরো ডাইনামিক স্পয়লার।
তৃতীয় জেনারেশনে মারুতি সুজুকি সুইফট গাড়িতে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প থাকছে। এ ছাড়া থাকছে LED DRL, LED রিয়ার কম্বিনেশন ল্যাম্প, LED হাই মাউন্টেড স্টপ ল্যাম্প, ১৫ ইঞ্চির অ্যালয় চাকা, ৭ ইঞ্চির স্মার্ট প্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়াও থাকছে মাল্টিফাংশন ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং রিভার্স পার্কিং ক্যামেরা।
মারুতি সুজুকি সুইফট এর LXI, VXI, ZXI এবং ZXI+ মডেলে এই নতুন ভেরিয়েন্ট আসছে। আপনারা নিজের কাছের ডিলারশিপ এগিয়ে নতুন মারুতি সুজুকি সুইফট কিনে নিতে পারেন। এই নতুন গাড়িতে ১.২ লিটারের VVT পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ৮৩ hp পাওয়ার এবং ১১৩ ন্যানোমিটার টরক জেনারেট করে। এই ট্রানস্মিশন অপশনের মধ্যে রয়েছে ৫ স্পীড MT এবং ৫ স্পীড AMT।