ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি এবার একটি আকর্ষণীয় স্কিম নিয়ে তাদের গ্রাহকদের কাছে চলে এসেছে। এই স্কিমে আপনারা গাড়ি না কিনেই, তার সমস্ত উপকারিতা অনুভব করতে পারবেন। এই নতুন স্কিমের নাম দেওয়া হয়েছে মারুটি সুজুকি সাবস্ক্রাইব স্কিম এবং আপাতত হায়দ্রাবাদ এবং পুনেতে এই স্কিম শুরু করা হয়েছে। এই নতুন স্কিম এর জন্য মারুতি সুজুকি মাইলস অটোমেটিভ টেকনোলজির সাথে যুক্ত হয়েছে।
জেনেনিন কি এই সাবস্ক্রাইব প্রোগ্রাম –
এই নতুন সাবস্ক্রাইব স্কিমে আপনারা গাড়ি না কিনে তার সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেন। আপনি নতুন Swift, Dezire, Vitara Brezza, Ertiga, Baleno, Ciaz এবং XL6 গাড়ি ১২ মাস, ১৮ মাস, ২৪ মাস, ৩০ মাস, ৩৬ মাস, ৪২ মাস এবং ৪৮ মাসের জন্য বুক করতে পারবেন।
আপাতত এই সার্ভিস শুধুমাত্র পুনে এবং হায়দ্রাবাদে শুরু করা হয়েছে, তবে আর কিছুদিনের মধ্যে সারা ভারত এই এই সার্ভিস চালু করা হবে বলে জানা গিয়েছে। এই সার্ভিসের জন্য পুনেতে আপনাকে প্রতিমাসে ১৭,৬০০ টাকা সাবস্ক্রিপশন দিতে হবে। অন্যদিকে, হায়দ্রাবাদে সাবস্ক্রিপশন দিতে হবে ১৮,৩৫০ টাকা। এর মধ্যে সমস্ত ট্যাক্স যোগ করা রয়েছে।
এই স্কিমের কিছু সুবিধা –
১. কাস্টমার জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন।
২. সম্পূর্ণ গাড়ির মেনটেনেন্স
৩. ইনসিওরেন্স
৪. ২৪ ঘন্টা রোডসাইড সাপোর্ট এর সুবিধা
৫. রিসেলের কোন সমস্যা নেই
মারুতি সুজুকির তরফ থেকে জানানো হয়েছে, এই প্রোগ্রাম মূলত ভারতের যুব সম্প্রদায়ের জন্য নিয়ে আসা হয়েছে। বদলাতে থাকা বিজনেস ডায়নামিকসের কারণেগ্রাহকরা এখন পাবলিক ট্রান্সপোর্ট এর বদলে পার্সোনাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে বেশি পছন্দ করেন। পাশাপাশি, যারা এক অথবা দুই বছরের মধ্যে গাড়ি বদলাতে পছন্দ করেন অথবা যাদের কাজের জন্য নিজেদের শহর পরিবর্তন করতে হয় তাদের জন্য এই সার্ভিস অত্যন্ত ভালো হতে চলেছে।