ভারতের বাজারে বাজেট লেভেল হাচব্যাক গাড়ির মধ্যে বেশ জনপ্রিয় মারুতি সুজুকি কোম্পানির গাড়িগুলি। তারই মধ্যে মারুতি সুজুকির Swift গাড়িটি কোম্পানির অন্যান্য গাড়ির তুলনায় একটু বেশি জনপ্রিয়। এবার কোম্পানি মারুতি সুজুকির Swift এর লিমিটেড ভার্শন ভারতে আনার পরিকল্পনা করেছে। এই লিমিটেড এডিশন এর গাড়ি সাধারণ Swift এর তুলনায় একটু অন্যরকম হবে। জেনে নিন কি নতুন স্পেসিফিকেশন আছে লিমিটেড এডিশন মারুতি সুজুকির এ।
মারুতি সুজুকির Swift এর লিমিটেড এডিশনে সার্বিকভাবে স্পোর্ট লুক দেওয়া হয়েছে। গাড়ির যন্ত্রাংশ তেমন পরিবর্তন না করা হলেও গাড়ির কসমেটিক ডিজাইনে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ছে। পুরো গাড়িতে ব্ল্যাক ফিনিশ ব্যবহার করা হয়েছে এমনকি গাড়ির সামনের গ্রিল ব্ল্যাক ফিনিশের। ব্ল্যাক ফিনিশ গ্রিল গাড়িটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া গাড়ির ডিজাইন এ গাড়িটিকে অনেক বেশি ডাইনামিক দেখতে লাগছে। এই গাড়িতে কোম্পানি এরোডাইনামিক স্পয়লার দিয়েছে।
এছাড়াও লিমিটেড এডিশন ভার্সনে মারুতি সুজুকি Swift এ একাধিক কসমেটিক পরিবর্তন হয়েছে। এই লিমিটেড এডিশন ব্লাক বডি কিট এর সাথে আসবে। এছাড়াও এই গাড়িতে বডি সাইড মোল্ডিং, ডোর ভাইজার দেখা যাবে। এছাড়া ওই গাড়িতে নতুন ধরনের ফগ ল্যাম্প ও নতুন ডিজাইনের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। কোম্পানির এই স্পেশাল লিমিটেড এডিশন মারুতি সুজুকি Swift ভারতীয় গ্রাহকদের মন জয় করতে পারবে বলেই আশা কোম্পানির।