গ্লোবাল লঞ্চের এক বছর পরে KTM তাদের 250 Adventure বাইক ভারতে লঞ্চ করে দিয়েছে। এই বাইকের দিল্লি এক্স শোরুমে দাম রাখা হয়েছে ২.৪৮ লক্ষ টাকা। আপনাদের জানিয়ে রাখি, KTM 250 অ্যাডভেঞ্চার KTM 390 অ্যাডভেঞ্চার থেকে ৫৬ হাজার টাকা সস্তা। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের স্পেসিফিকেশন।
ইঞ্জিন:
KTM 250 অ্যাভেঞ্জার বাইকের ইঞ্জিন অত্যন্ত পাওয়ারফুল। এতে একটি ১৪.৫ লিটার এর ফুয়েল ট্যাংক দেওয়া হয়েছে এবং এই বাইকের রেঞ্জ ৪০০ কিলোমিটার। বাইকে GPS ব্র্যাকেট, রেডিয়েটর প্রটেক্টর গ্রিল, হ্যান্ড ল্যাম্প প্রটেকশন এবং হ্যান্ডেল বার প্যাড দেওয়া হয়েছে। KTM 250 Adventure বাইকে ২৪৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন ৯০০০ rpm গতিতে ২৯.৫ bhp এর পাওয়ার এবং ৭,৫০০ rpm গতিতে ২৪ ন্যানোমিটার এর সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে।
স্পেসিফিকেশন:
KTM এর এই বাইকে আপনারা ৬ স্পিড গিয়ার বক্স পাবেন। এছাড়া এই বাইক ব্রেকিং পারফরম্যান্সের দিকে বেশ ভালো। এই বাইকের সামনে ৩২০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পিছনে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য কেটিএম ২৫০ অ্যাভেঞ্জার বাইক নভেম্বর ২০১৯ সালে লঞ্চ করা হয়েছিল। তবে এবারে ভারতের বাজারে আসতে চলেছে এই দুর্দান্ত বাইক। KTM ডিলারশিপে গত মাস থেকে KTM 250 Adventure বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছিল। আগামী ডিসেম্বর থেকে এই বাইক ডেলিভারি শুরু হয়ে যাবে। ভারতের বাজারে আসলে এই বাইক Royal Enfield Himalayan, BMW G 310 GS এবং HERO XPulse 200 এর সাথে টক্কর দেবে।