সম্প্রতি দেশের বাজারে লঞ্চ হয়ে গেল নতুন KTM DUKE 125। এই বাইকের দাম রাখা হয়েছে ১.৫ লক্ষ টাকা। প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, বর্তমানে আপনারা দেশের সমস্ত KTM ডিলার এর কাছ থেকে এই বাইক পেয়ে যেতে চলেছেন। আকর্ষণীয় সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুর্দান্ত লিকুইড কূল্ড ফুয়েল টেকনোলজি ইঞ্জিন, সহ আরো অনেক কিছু ফিচার এই নতুন বাইকে আপনারা পেয়ে যেতে চলেছেন। এটিকে তাদের অত্যন্ত আকর্ষণীয় লাগতে বাধ্য। এই বাইকে এগুলো ছাড়াও থাকছে বেশ কিছু দুর্দান্ত ফিচার। চলুন জেনে নেওয়া যাক, এই নতুন বাইকে আর কোন কোন ফিচার আপনি পেতে চলেছেন। আসুন দেখে নেওয়া যাক কিরকম হতে চলেছে KTM 125 DUKE।
এই নতুন ভার্সন এর সব থেকে বেশি নতুনত্ব আনা হয়েছে এই গাড়ির লুক, ডিজাইন এবং কালার কম্বিনেশন। চ্যাসির ডিজাইন এই বাইককে করে তুলেছে আরো আকর্ষণীয়। আপনারা পাবেন KTM 1290 SUPER DUKE R এর স্টাইল এই নতুন বাইকে। পাশাপাশি, এই মোটরসাইকেলের সামনে এবং পিছনে সম্পূর্ণ নতুন সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশন এর নাম WP সাসপেনশন। এই নতুন সাসপেনশনের আপনারা পেতে চলেছেন টেলিস্কোপিক ফর্ক সেটআপ এবং ১০ স্টেপ অ্যাডজাস্টেবল মনো শক সেটআপ।
এই বাইকের সামনের দিকে রয়েছে ৩০০ মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনের দিকে আছে ২৩০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। পাশাপাশি সেফটির জন্য ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বাইক অত্যন্ত প্রফেশনাল রাইডিং এর জন্য খুব ভালো। পাশাপাশি, ভারতের যেকোনো রাস্তায় এই বাইক চলতে পারে বিনা কোন বাধায়। এই বাইকের এক্সটেন্ডেড সাসপেনশন সিস্টেম আপনাকে আরামদায়ক জার্নি করতে সাহায্য করবে। বাইক প্রস্তুতকারী সংস্থা তরফে জানানো হয়েছে, এই বাইক আপনাকে সব রকমের সুবিধা দিতে প্রস্তুত।
কোম্পানি জানিয়েছে, এই বাইকের রাইডার এবং প্যাসেঞ্জার সিট এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আরোহীরা বাড়তি সুবিধা পাবেন এই নতুন টেকনোলজির কারণে। পাশাপাশি, এই মোটরসাইকেলে একটি বড় মাপের ফুয়েল ট্যাংক আছে। এর ফলে রাস্তায় আপনার বারবার তেল ভরানোর প্রয়োজন পড়বে না। অন্যদিকে, যাত্রার সময় লেগ কন্টাক্ট এর সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে চেক করা হয়েছে। এই নতুন KTM DUKE 125 বাইকে আপনারা পাচ্ছেন ১২৫ সিসির লিকুইড কুল ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন। এই ইঞ্জিন আপনাকে ৯,২৫০ rpm গতিতে সর্বোচ্চ ১৪.৫ ps পাওয়ার এবং ৮,০০০ rpm গতিতে সর্বাধিক ১২ ন্যানোমিটার টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে আপনারা একটি বিশাল বড় ১৩.৫ লিটার এর ফুয়েল ট্যাংক পাচ্ছেন। পাশাপাশি থাকছে একটি ৬ স্পিড গিয়ার বক্স।
এই বাইকের সিগনেচার ডিজাইন কিছুটা পাল্টে এটি আরো ভালো করা হয়েছে। সঙ্গে হেড টার্নার থেকে শুরু করে রেজার সার্ক কন্ট্রোল লুক, সমস্ত কিছুই নতুন যুগের বাইক চালকদের নজরকাড়া লাগতে চলেছে। আশা করা যায় নতুন KTM বাইক দেশের যুবকদের মন জয় করতে সক্ষম হবে।