ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের দাম ও সেইসাথে পরিবেশ দূষণ বেড়ে যাওয়ায় বিশ্ব তথা দেশে ইলেকট্রিক বাইক ব্যবহারের প্রচলন বাড়ছে। ভারতে বিভিন্ন কোম্পানি প্রথমে ইলেকট্রিক স্কুটি গ্রাহকদের জন্য আনছিল। এবার গ্রাহকদের ইলেকট্রিক যানবাহনের প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন কোম্পানি হাই স্পিড ইলেকট্রিক বাইক লঞ্চের কথা ভাবছে। তাই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে kabira Mobility ভারতের বাজারে KM 3000 ও KM 4000 নামক দুটি ইলেকট্রিক বাইক লঞ্চ করছে।
kabira Mobility কোম্পানির KM 3000 ও KM 4000 বাইক দুটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এই বাইকে অত্যাধুনিক কম্বি ব্রেক, ফাস্ট চার্জিং অন বোর্ড ইত্যাদি প্রযুক্তি আছে। এই বাইকটির টপ স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকে ডেল্টা EV BLDC মোটর ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিলে ইলেকট্রিক বাইকটি ১৫০ কিলোমিটার অব্দি যেতে পারবে। এই বাইকে ফায়ারপ্রফ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গ্রাহকদের অবাক করে দেয়ার জন্য এই বাইকে আছে পার্কিং অ্যাসিস্ট প্রযুক্তি।
kabira Mobility কোম্পানি প্রথম তাদের ৬ টি ইলেক্ট্রিক স্কুটি গতবছরের অটো এক্সপো অনুষ্ঠানে লঞ্চ করেছিল। এরপর তারা চলতি বছরে নতুন ধরনের ইলেকট্রিক বাইক তৈরি করতে চলেছে। কোম্পানির সিইও জয়বীর বলেছেন, “তারা তাদের নতুন ইলেকট্রিক বাইক কানছে ভবিষ্যতের কথা ভেবে। তারা প্রথম তাদের কোম্পানি শুরু করেছিল ২০১৮ সালে গোয়াতে। কিন্তু বর্তমানে এই কোম্পানির বিস্তার অনেকটাই বেড়েছে।”