গুজরাটের জনপ্রিয় বাইক নির্মাতা কোম্পানি Joy সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ইলেকট্রিক বাইক Joy Monster। এই ইলেকট্রিক বাইক হতে চলেছে একটি মাংকি বাইক এবং এই বাইক দেখতে সাধারণ বাইকের থেকে অনেকাংশে উন্নত। এই বাইকে পাওয়ার সিস্টেম হিসেবে থাকবে এটি ইলেকট্রিক এবং একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। প্রত্যেকদিন এর ব্যবহারের জন্য এই লিথিয়াম আয়ন ব্যাটারি আপনাকে যথেষ্ট চার্জ দেবে। সারা ভারতে এই বাইকের অন রোড প্রাইস রাখা হয়েছে ৯৮,৯৯৯ টাকা। কলকাতাতেও এই বাইক বিক্রি হবে।
স্পেসিফিকেশন –
এই ইলেকট্রিক বাইকে ২৫০ ওয়াট এর ইলেকট্রিক হাব মোটর ব্যবহার করা হবে। এই বাইকের টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। ইলেকট্রিক বাইকে একটি ৩০ Ah এর লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারীতে সম্পূর্ণ চার্জ দেওয়া থাকলে, এই ইলেকট্রিক বাইক ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। পাশাপাশি এই ব্যাটারি চার্জ করতে আপনার সময় লাগবে ৪.৫ ঘন্টা। এই বাইকে রিয়ার মনোশক, এবং ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকে ১৪ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। এই ভাই আপনারা একটি ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন। এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে, যাতে এই বাইকে একটি প্রিমিয়াম লুক দেওয়া সম্ভব।
ডিজাইন –
এই Joy monster E-Bike এর সম্পূর্ণ ডিজাইন Honda Groom এর থেকে ইন্সপায়ার্ড। এই বাইকটি ছিল একটি মাংকি বাইক। এই মাংকি বাইক দেখতে অত্যন্ত স্পোর্টি এবং এই বাইক অত্যন্ত কম্প্যাক্ট। বড় বাইক এর সমস্ত স্পেসিফিকেশন আপনি ১৪ ইঞ্চি চাকার বাইকে পেয়ে যাচ্ছেন।
সব থেকে মজার বিষয় হলো, এই বাইকটি হলো ভারতের একমাত্র ইলেকট্রিক মাংকি বাইক। তাই আপাতত এই বাইকের কোনরকম প্রতিযোগী নেই।
দাম এবং উপলব্ধতা –
কলকাতায় এই বাইকের অন রোড প্রাইস ৯৮,৯৯৯ টাকা। আপনারা নিজেদের পছন্দের ডিলারশিপে গিয়ে এই বাইক বুক করতে পারবেন।