আগামী বছর জানুয়ারি মাস থেকে দাম বাড়তে চলেছে Jawa, Jawa 42 এবং Jawa Perek বাইকের। এরকমটাই ঘোষণা করল মাহিন্দ্রার মালিকানাধীন ক্লাসিক লেজেন্ডস প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি তৈরি করে Jawa কোম্পানির সমস্ত বাইক। তবে এখনো পর্যন্ত কিন্তু দাম সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি কোম্পানির তরফে।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বার্ষিক হারে ১-৩% মুনাফা বৃদ্ধি করে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। তবে করোনা ভাইরাসের কারণে এবছর অটোমোবাইল সেক্টর খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই কারণে মনে করা হচ্ছে, এই বছর গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি আরো দাম বাড়াবে তাদের গাড়ির। অন্যদিকে এই বছর ইনপুট কস্টের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। এই কারণেই Jawa তাদের বাইকের দাম বৃদ্ধি করতে চলেছে। তবে এখনো পর্যন্ত জানা যায় নি Jawa কোম্পানির কোন মডেলে কতটা দাম বৃদ্ধি করা হবে। বর্তমানে ১.৭৩-১.৮৩ লক্ষ টাকার মধ্যে ঘোরাঘুরি করে Jawa কোম্পানির বাইক এর দাম। বিশেষজ্ঞদের মতামত, শুধু বাইকের দাম বৃদ্ধি নয়, BS6 আপগ্রেডেশন, জ্বালানি মূল্য সহ আরো বেশ কিছু জিনিসের জন্য দাম আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বাইকে।
তবে শুধুমাত্র Jawa না, আগামী বছর থেকে বাইকের দাম বৃদ্ধি করতে চলেছে Hero Motocorp। তার পাশাপাশি Kia, Maruti, Hyundai সহ আরো বেশ কিছু কোম্পানি আগামী বছর থেকে দাম বৃদ্ধি করতে চলেছে তাদের গাড়ির। এই কারণে যদি আপনার গাড়ি কেনার অথবা বাইক কেনার ইচ্ছা থাকে তাহলে এই বছরের মধ্যে কিনে ফেলুন। তার কারণ, আগামী বছর থেকে সমস্ত কোম্পানি তাদের গাড়ি এবং বাইকের দাম বেশ কিছুটা বৃদ্ধি করবে।