Hyundai মোটর গ্রুপ সম্প্রতি একটি আলাদা ইলেকট্রিক ভেহিকেল প্লাটফর্ম নিয়ে চলে এসেছেন তাদের গ্রাহকদের জন্য। এই প্ল্যাটফর্ম এর নাম হতে চলেছে E-GMP এবং ভবিষ্যতের ব্যাটারী গাড়ি গুলি এই প্ল্যাটফর্মে তৈরি হবে। এই কোরিয়ান গাড়ি নির্মাতা কোম্পানি এই নতুন প্লাটফর্মে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে চলেছে। এই গাড়িতে আপনারা পাবেন দুর্দান্ত রেঞ্জ এবং দারুণ মাইলেজ। এই গাড়ি আপনাকে অফার করবে দুর্দান্ত পারফরম্যান্স এবং স্পোর্টস কারের ক্ষমতা।
E-GMP প্লাটফর্ম Hyundai Motors এর ব্যাটারি ইলেক্ট্রিক ভেহিকেল লাইনআপের একটি কোর টেকনোলজি হিসেবে সামনে আসছে। ২০২১ সাল থেকেএই টেকনোলজির বেশকিছু গাড়ি আমাদের সামনে আসতে চলেছে। আগের থেকে অনেক বেশী অ্যাডভান্টেজ আপনারা এই প্লাটফর্মে পাবেন। ইন্টার্নাল কম্বুশান ইঞ্জিন সহ আরো অনেক বেনিফিট থাকছে এই প্লাটফর্মে। পাওয়ারফুল ড্রাইভিং, ফ্লেক্সিবিলিটি, বৃদ্ধি পাবার ড্রাইভিং রেঞ্জ, আরো ভালো সেফটি ফিচার এবং আরও অনেক কিছু এই নতুন সিস্টেমে থাকবে।
জানা যাচ্ছে, এই প্ল্যাটফর্মে আরো একটি গাড়ি আমাদের সামনে আসবে যেটি হতে চলেছে অত্যন্ত হাই পারফরম্যান্স একটি গাড়ি। এই গাড়ি মাত্র ৩.৫ সেকেন্ডের মধ্যে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অর্জন করতে পারে। এছাড়াও এই গাড়ির রেঞ্জ একটি অন্যতম বড় ফ্যাক্টর হবে। জানা যাচ্ছে, E-GMP প্ল্যাটফর্মের একটি ইলেকট্রিক গাড়ি ৫০০ কিলোমিটার এর রেঞ্জ নিতে পারে। অর্থাৎ একবার চার্জ দিলে একটি গাড়ি ৫০০ কিলোমিটার অব্দি চলবে। এছাড়াও মাত্র ১৮ মিনিটের মধ্যে এই ব্যাটারি ৮০% চার্জ হয়ে যাবে। মাত্র ৫ মিনিট চার্জ দিলে আপনি ১০০ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ পাবেন।
E-GMP প্লাটফর্মে Hyundai Motor Group এর ২৩টি ব্যাটারি চালিত ইলেকট্রিক মডেল থাকবে। এরমধ্যে ১১টি হবে ডেডিকেটেড BEV মডেল। ২০২৫ সালের মধ্যে এই সমস্ত গাড়ি মার্কেট দখল করতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।