অনেক স্পেসিফিকেশন এবং গুঞ্জন বেশ অনেকদিন ধরে চলে আসার পরে এবারে জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Honda প্রকাশ্যে নিয়ে এল তাদের নতুন Rebel 1100 বাইক। এটি হতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ক্রুজার এবং এর দাম হতে চলেছে ৯,২৯৯ মার্কিন ডলার ( ৬.৮৭ লক্ষ টাকা )। Harley Davidson এর কয়েকটি বাইকের সঙ্গে নতুন Honda Rebel 1100 মোকাবিলা করতে চলেছে।
সম্পূর্ণ এলইডি লাইটিং, সিঙ্গেল পড এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে চলেছে এই বাইকে। অন্যদিকে, Honda Africa Twin এর ১,০৮৪ সিসির মোটর ইঞ্জিন এই বাইকে ব্যবহার করা হতে চলেছে। এই প্যারালাল টুইন ইঞ্জিন ৮৭ ps পাওয়ার ৭,০০০ rpm গতিতে জেনারেট করে। এছাড়া ৯৮ ন্যানমিটারের টর্ক জেনারেট করে ৪,৭৫০ rpm গতিতে। এছাড়াও Honda Rebel 1100 বাইকে থাকতে চলেছে ৬ স্পিড ডিসি ট্রানস্মিশন।
Honda ক্রুজার রাইড বাই ওয়্যার টেকনোলজিতে কাজ করে। তাই Honda Rebel 1100 ভাই কেউ আপনারা বিভিন্ন ইলেকট্রনিক এইড পাবেন। তার মধ্যে অন্যতম রাইডিং মোড, ৩ লেভেল ট্রাকশন কন্ট্রোল, হইলি কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল। এই টিবুলার স্টিল ফ্রেম টেলিস্কোপিক ফর্ক এবং মনশক ইউনিট এর উপরে বসে। এই বাইকের সিট্ হাইট অত্যন্ত কম, ৭০০ মিলিমিটার। Harley Davidson এর Forty Eight বাইকের সঙ্গে এই Honda Rebel 1100 বাইক প্রতিযোগিতা করবে।