ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দাম ও সেইসাথে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে বর্তমানে বেশিরভাগ দেশ ইলেকট্রিক যানবাহন ব্যবহার করছে। ভারত তার ব্যাতিক্রম নয়। ভারতীয় গ্রাহকরাও এবার ইলেকট্রিক বাইক বা গাড়ি কেনার দিকে তাদের আগ্রহ দেখাচ্ছে। তাই বিভিন্ন অটোমোবাইল কোম্পানিগুলি বাজারে নতুন নতুন ইলেকট্রিক বাইক বা গাড়ি লঞ্চ এর জন্য সচেষ্ট হয়েছে। ইতিমধ্যেই জনপ্রিয় বাইক মেকারের সংস্থা Honda তাদের হোম গ্রাউন্ড অর্থাৎ জাপানে নতুন একটি হাইব্রিড ইলেক্ট্রিক স্কুটি লঞ্চ করে দিয়েছে।
Honda এর নতুন হাইব্রিড ইলেকট্রিক স্কুটির নাম রাখা হয়েছে Honda PCXe:HEV। এই হাইব্রিড ইলেক্ট্রিক স্কুটি যেমন পারফরম্যান্সের দিক থেকে অন্য ডিজাইনের দিক থেকেও ধামাকাদার। এই স্কুটিতে Honda PCX160 মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটর স্কুটিতে এক্সিলারেশন দেওয়ার প্রথম ৪ সেকেন্ড পাওয়ার দেয়। এই মোটর ১.৯ PS পাওয়ার ও ৪.৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটিতে থ্রোটেল দেওয়ার প্রথম ৪ সেকেন্ড ইলেকট্রিক মোটর স্কুটিকে গতি দিতে সাহায্য করে এবং তারপর থেকে এই স্কুটি চলে একটি পেট্রোল ইঞ্জিনে। স্কুটির গতি সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানোর জন্য প্রথম ৩ সেকেন্ডে সর্বোচ্চ টর্ক ও শেষ সেকেন্ডে তুলনামূলক কম টর্ক প্রদান করে ইলেকট্রিক মোটর।
এই স্কুটিতে ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল পেট্রোল ইঞ্জিন আছে যা ১২.৫ PS পাওয়ার ও ১১.৮ Nm টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটির সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ও পিছনের চাকায় রিয়ার শক আবসর্বের সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং এর জন্য দুই চাকাতে ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল এবিএস প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই স্কুটিতে ইউএসবি type-c চার্জিং পোর্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, কয়েকটি ড্রাইভিং মোড ইত্যাদি অত্যাধুনিক ফিচার দেখা যাবে।
জাপানে Honda কোম্পানির হাইব্রিড ইলেকট্রিক স্কুটি লঞ্চ হয়েছে ৪৪৮৮০০ ইয়াণ মূল্যে যা ভারতীয় মূল্যের তুলনা করতে গেলে হবে ৩.১৬ লাখ টাকা। হাইব্রিড ইলেকট্রিক স্কুটি হওয়ায় এর দাম সাধারণের তুলনায় সামান্য বেশি। তবে এটি হাইব্রিড হওয়াই এটি প্রায় ৫২ kmpl মাইলেজ দেয়। এই Honda স্কুটি ভারতীয় বাজারে লঞ্চ করল ভারতীয় গ্রাহকরা হাইব্রিড স্কুটি কেনার জন্য কতটা আগ্রহ দেখায় সেটাই দেখার।