ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় বাইক মেকার সংস্থার মধ্যে অন্যতম Honda কোম্পানির বাইক। এবার Honda থাইল্যান্ডে তাদের নতুন CBR150R 2020 বাইক লঞ্চ করে দিয়েছে। এই বাইকের ডিজাইন ও স্পেসিফিকেশন দেখে আন্দাজ করে নেয়া যায় এটি জনপ্রিয় CBR650R এবং CBR1000RR বাইকের কনসেপ্টে তৈরি। নতুন বাইকটি নতুন চার ধরনের কালার অপশনে এসেছে। আসুন নয়া বাইকটির স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।
Honda CBR150R 2020 বাইকে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড পেট্রোল ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ১০৫০০ rpm এ ১৮.২৩ bhp পাওয়ার এবং ৮৫০০ rpm এ ১২.৬৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৬ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। ব্রেকিং এর জন্য সামনে ও পিছনের চাকায় যথাক্রমে ২৭৬ মিমি ও ২২০ মিমির ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়া রাইডারের আরামের জন্য সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক ও পিছনের চাকায় স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে।
এই বাইকটি চার ধরনের কালার অপশনে লঞ্চ হয়েছে। একটি কালার অপশনে ম্যাট ব্ল্যাক বডির সাথে রেড গ্রাফিক্স দেখা যাবে। এছাড়াও একটি ভেরিয়েন্তে রেড বডির সাথে ব্ল্যাক গ্রাফিক্স অপশন দেখা যাবে। এর সামনে চাকাটি আবার লাল কালারের করা হয়েছে।
এই নয়া Honda CBR150R 2020 বাইকটি কিছু বছর আগে পাওয়া যায় ভারতের ভেরিয়েন্ট এর সাথে সম্পূর্ণভাবে আলাদা। এই বাইকের ডিজাইন দেখে এটা মনে করাই যায় যে এটি CBR1000RR-R Fireblade বাইকের কনসেপ্টে তৈরি। এই বাইকে এলইডি হেড লেম্প তো আছে যা ভারতের ভেরিয়েন্ট ছিল না। এই নয়া বাইকটি থাইল্যান্ডে নতুন Yamaha R1 V3 বাইকের সাথে কঠিন প্রতিদ্বন্দ্বীতায় পড়বে। তবে Honda এর নয়া CBR150R 2020 খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ হতে পারে।