Honda Activa স্কুটার তার ২০ বছর সম্পূর্ণ করে ফেলেছে ভারতে। ইতিমধ্যেই ২ কোটি ইউনিট বিক্রি হয়ে গিয়েছে Honda Activa স্কুটার এর। এই কারণে, ২০ তম বার্ষিকী উদযাপনের জন্য Honda Activa 6G এর নতুন মডেল লঞ্চ করা হলো। এই নতুন এডিশনের Honda Activa 6G দেখতে হবে একদম আলাদা।
নতুন মডেলের ব্যাপারে কথা বলতে গিয়ে Honda কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রেসিডেন্ট এবং সিইও বললেন,” হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া লিমিটেড আজ থেকে ২০ বছর আগে এই লেজেন্ডারি স্কুটার Activa ভারতে লঞ্চ করেছিল। তারপর থেকে প্রতি নতুন জেনারেশন এর মাধ্যমে আমরা ভারতীয় চালকদের নতুন টেকনোলজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। ২০০৯ এর কম্বি ব্রেক সিস্টেম থেকে শুরু করে লেটেস্ট আরো ভালো স্মার্ট পাওয়ার টেকনোলজি আমরা নতুন স্কুটারে দিতে সক্ষম হয়েছি। ভারতীয় ব্যবহারকারীদের বিশ্বাস এবং তাদের ভরসাকে মাথায় রেখে আমরা এই Honda Activa 6G এর ২০ তম বার্ষিকী এডিশন লঞ্চ করতে চলেছি।”
হোন্ডা মোটরসাইকেলের মারকেটিং ডাইরেক্টর জাদবেন্দর সিং গুলেরিয়া বলেন,” Honda Activa যে কোন ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। আমাদের ক্রেতাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য আমরা এই নতুন স্কুটার বাজারে আনতে চলেছি। এই নতুন স্কুটারে আপনারা পাবেন ম্যাট ব্রাউন রং যা হোন্ডা স্কুটারে প্রথমবার আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া এই ভার্সনে সোনালী রঙের লোগো এবং আরো অনেক ডিজাইন থাকছে। এর ফলে Honda Activa 6G ২০ তম বার্ষিকী এডিশন হতে চলেছে সোনার মতো মূল্যবান।”
২০ তম বার্ষিকী এডিশন Honda Activa 6G স্কুটারে আপনি পাবেন এটি একেবারে নতুন কালার অপশন। ম্যাট ব্রাউন – এর আগে অন্য কোন হোন্ডা স্কুটার এ দেখা যায়নি। পিছনের গ্র্যাব রেলের সঙ্গে স্কুটারের রং একেবারে মিলে যাবে। এছাড়াও চকচকে ২০ তম বার্ষিকী স্পেশাল লোগো এবং স্পেশাল গোল্ডেন Activa লোগো আপনারা দেখতে পাবেন। সামনে এবং পিছনে কালো স্টিলের চাকা দেখা যাবে। এই স্কুটারের দাম রাখা হয়েছে ৫৬,৮১৬ টাকা।