ভারতের বাজারে Hero কোম্পানির বাজেট লেভেল বাইক Hero Xtreme 160R খুবই জনপ্রিয়। এবার কোম্পানির ১০০ মিলিয়ন লিমিটেড এডিশন বাইকের লিস্টে এই বাইকটির স্পেশাল মডেল জায়গা করে নিল। আসলে কোম্পানি ১০০ মিলিয়ন বাইক তৈরীর মাইলস্টোন স্পর্শ করার খুশিতে ১০০ মিলিয়ন লিমিটেড এডিশন মডেল লঞ্চ করছে। এই স্পেশাল মডেলটি কোম্পানির হরিদ্দার ম্যানুফ্যাকচারিং প্লান্টে তৈরি হবে।
কোম্পানি এইসময় মোট ৬ টি বাইকের স্পেশাল এডিশন লঞ্চ করছে। সেগুলি হল Splendor Plus, Xtreme 160R, Passion Pro, Glamour, Maestro edge 110, Destini 125। এই প্রত্যেকটি বাইক চলতি মাসের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ হবে। ইতিমধ্যেই Xtreme 160R বাইকের স্পেশাল এডিশনের ছবি কোম্পানি অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এর থেকে ধরে নেওয়া যায় খুব শীঘ্রই এই বাইকটি লঞ্চ হবে। তবে আজকের এই প্রতিবেদনে আমরা Xtreme 160R স্পেশাল এডিশন সম্বন্ধে জেনে নেব।
Xtreme 160R স্পেশাল এডিশন বাইকে ১৬৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ১৫ bhp পাওয়ার ও ১৪ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই স্পেশাল এডিশনে ফুল এলইডি লাইট ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যাবে। এই বাইকে পুরাতন তুলনায় নতুন কালার স্কিম আনছে কোম্পানি। এই নতুন স্পেশাল এডিশন কোম্পানির অফিসিয়াল থিম এর সাথে সামঞ্জস্য রেখে বাইকে হোয়াইট ও রেড পেন্ট করা হয়েছে। এছাড়াও বাইকজুড়ে ১০০ মিলিয়নের গ্রাফিক্সের কাজ দেখা যাবে। জানা গিয়েছে যে নতুন স্পেশাল এডিশন সাধারণের তুলনায় একটু দাম বেশি হবে
সাধারণ Xtreme 160R বাইকের ভারতের বাজারে এক্স শোরুম মূল্য ১.০৬ লাখ টাকা। এবার নতুন স্পেশাল এডিশন লঞ্চ করলে কোম্পানি তার দাম কত রাখবে সেটাই দেখার।