আপনি যদি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে একেবারে সঠিক সময় কিন্তু এটাই। কারণ নতুন বছরে তাদের বেশ কিছু মডেলের উপরে দাম বাড়াতে চলেছে হিরো মোটো কর্প। আগামী পয়লা জানুয়ারি থেকে তাদের সমস্ত মডেলের দাম বৃদ্ধি করতে চলেছে হিরো কোম্পানি। একটি বিবৃতিতে এ রকমই ঘোষণা করা হয়েছে হিরো কোম্পানির তরফে।
তবে শুধুমাত্র হিরো নয়, আগামী বছরে মারুতি সুজুকি, হন্ডাই, কিয়া মোটরস সহ আরো বেশ কিছু কোম্পানি তাদের গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে। সেই পথেই হাঁটতে চলেছে ভারতের জনপ্রিয় কোম্পানি হিরো। জানা যাচ্ছে জানুয়ারি মাস থেকেই হিরোর প্রত্যেকটি মডেলের দাম ১,৫০০ টাকা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একটি বিবৃতিতে জানানো হয়েছে,”ইস্পাত, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক এবং অন্যান্য মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি হওয়ার কারণে কাঁচামালের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছে। এই কারণে আমরা আমাদের বাইকের দাম কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নতুন লিপ ২ প্রোগ্রাম শুরু করতে চলেছি। এর মূল উদ্দেশ্য হলো, যাতে গ্রাহকদের উপরে বর্ধিত মূল্য চাপ সবথেকে কম পড়ে। পাশাপাশি আমরাও যাতে আমাদের মুনাফার মার্জিন বজায় রাখতে পারি। বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে আমরা আমাদের বাইকের দাম ১,৫০০ টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”