সম্প্রতি ছত্রিশগড় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Hero Motocorp ও Honda কোম্পানির একাধিক ডিলারশিপকে সাসপেন্ড করে দিয়েছে। তারা এখন আর নতুন বাইক বিক্রি করতে পারবে না। তাদের শোরুম থেকে বাইক বিক্রি হলে সেই বাইক রেজিস্ট্রেশন পাবে না। কিন্তু কেন এমন করল ছত্রিশগড় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট? ছত্রিশগড় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর দাবি রায়পুরের একাধিক Hero Motocorp ও Honda কোম্পানির ডিলারশিপ নতুন মডেল বিক্রি করার জন্য অনুমতি নেয়নি। অনুমতি না নিয়ে শোরুমে নতুন মডেলের বাইক বিক্রি করা যায় না ছত্রিশগড় মোটর ভেহিকেল রুল ১৯৯৪ এর 194(a) পংক্তি অনুযায়ী।
রায়পুর আরটিও ইতিমধ্যেই ডিলারশিপের রেজিস্ট্রেশন করার পোর্টাল বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় ডিলারশিপ কোন বাইক বিক্রি করতে পারবেনা। তবে এটা তাদের জন্য সাময়িক নির্বাসন। কিছুদিন পর ওই পোর্টাল আবার চালু করে দেয়া হবে। কিন্তু তারপরেও যদি ডিলারশিপ গুলি নতুন মডেল বিক্রির জন্য অনুমতি না নেয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করে দেবে ছত্রিশগড় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট।
কিছুদিনের জন্য নির্বাসিত হয়ে Hero Motocorp ও Honda কোম্পানির ডিলারশিপ গুলি বিভিন্ন ধরনের মতবাদ পেশ করেছে। কেউ বলেছে তারা ইতিমধ্যেই নতুন মডেল বিক্রির অনুমতি চেয়েছে এবং তারা অনুমতি পেয়েছে। আবার অনেকে বলেছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে ইতিমধ্যে। কিন্তু ডিলারদের কথায় সন্তুষ্ট হয়নি ছত্রিশগড় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। তাই তারা ঐ সমস্ত ডিলারের বিক্রি এখন সম্পূর্ণভাবে ব্যান করেছে এবং পরবর্তী অর্ডার না পাওয়া গেলে তা চালু হবে না।