Hero এর ব্র্যান্ড Hero Lectro সম্প্রতি তাদের নতুন ইলেকট্রিক বাইসাইকেল রেঞ্জ লঞ্চ করে দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ইলেকট্রো ভেহিকেল ডে তে এই বিশেষ বিদ্যুৎ চালিত বাইসাইকেল লঞ্চ করা হয়েছে। বর্তমান সময়ে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সকলেই পার্সোনাল গাড়ি অথবা বাইক কিনতে চেষ্টা করছেন। পাশাপাশি এই মুহূর্তে সাইকেলের বিক্রিও বেশ কিছুটা বেড়েছে। এই কারণেই সকলের প্রয়োজন কে মাথায় রেখে হিরো লঞ্চ করে দিয়েছে তাদের নতুন এই ইলেকট্রিক বাইসাইকেল।
এই বাইসাইকেলটি ডিজাইন করা হয়েছে কোম্পানির গ্লোবাল ডিজাইন সেন্টারে স্থাপিত ব্রিটেনের ম্যানচেস্টারে। এই ইলেকট্রিক বাইসাইকেল এ আপনারা তিনটি রেঞ্জ পেয়ে যাবেন, কমিউটার, ফিটনেস এবং লিজার। শুধু তাই নয় আপনারা আপনার স্মার্টফোনের ব্লুটুথ এর মাধ্যমে এই বাইসাইকেল কানেক্ট করতে পারবেন।
এই বাইসাইকেলের কমিউটার রেঞ্জ ছোট এবং মাঝারি দূরত্বে যাতায়াত করার জন্য অত্যন্ত ভালো। আরামে যাত্রা করার জন্য সবথেকে ভালো লিজার। এবং যারা ফিটনেস ফ্রিক এবং অনেকটা দূরত্ব সাইকেল এর মাধ্যমে যেতে চান তাদের জন্য সবথেকে ভালো ফিটনেস সিরিজ।
iSmart ফিচারের মাধ্যমে আপনারা স্মার্ট ব্লুটুথ কানেক্টিভিটি অপশন ব্যবহার করে আপনার স্মার্টফোনের সাথে এই বাইসাইকেল কানেক্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনারা রিয়েল টাইম ইনফরমেশন দেখতে পেয়ে যাবেন যেমন স্পিড, ম্যাপ, ব্যাটারি চার্জ, মোড, ডিসটেন্স এবং আরো অনেক কিছু। এই বাইসাইকেলে রয়েছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। আপনারা এই বাইসাইকেল এর চারটি আলাদা আলাদা অপশন পেয়ে যাবেন চালানোর জন্য – রেগুলার প্যাডেল, ইলেকট্রিক বুস্ট প্যাডেল, টুইস্ট অ্যান্ড গ্লাইড এবং ক্রুজ। এই ক্রুজ অপশনে আপনারা ৬কিমি/ঘন্টা গতিতে একটানা সাইকেল চালাতে পারবেন।
ইলেকট্রিক সাইকেলের সর্বাধিক গতিবেগ হতে চলেছে ২৫কিমি/ঘন্টা এবং রেঞ্জ ২৫ কিলোমিটার। অর্থাৎ আপনারা একবার চার্জ দিলে টানা ২৫ কিমি এই সাইকেল চলতে পারবেন। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন Alloy ফ্রেম এবং অ্যান্টি স্কিড হুইল। এটি একটি ওয়াটারপ্রুফ সাইকেল।দামের ব্যপারে এখনো কিছু জানানো হয়নি। বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে ইলেকট্রিক বাইক মার্কেটে কতটা প্রভাব বিস্তার করতে পারে সে এখন সেটাই দেখার।