Latest Posts

Alto থেকে Wagon-R, এইসব গাড়িতে মারুতি সুজুকি নিয়ে এসেছে অভাবনীয় ডিসকাউন্ট, দেখে নিন অফার

২০২০ এর শেষে একের পর এক অফার নিয়ে হাজির হচ্ছিল একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। সেই তালিকায় অগ্রণী নাম ছিল ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki র। তবে শুধুমাত্র, ২০২০ তেই এই সংস্থা থেমে থাকেনি। এবারে ২০২১ এর শুরু থেকেই তারা তাদের নির্দিষ্ট কিছু গাড়ির উপরে দুর্দান্ত অফার দিতে শুরু করেছে। জানা গিয়েছে এই মাসের শেষ পর্যন্ত এই দুর্দান্ত অফার চলবে। এটি রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, মারুতি সুজুকির এই ডিসকাউন্ট অফারে আপনারা ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট সহ একাধিক ছাড় পেয়ে যাচ্ছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন গাড়িতে কত টাকা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন।

Maruti Wagon-R – 

এই গাড়িতে আপনাদের জন্য ৮ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকছে। এটি মারুতি কোম্পানির অন্যতম বেস্ট সেলিং গাড়ি। এছাড়াও আপনারা ১৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাচ্ছেন, তার সাথেই পাচ্ছেন ৪ হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট।

Maruti Alto –

মারুতি সুজুকির সবথেকে জনপ্রিয় গাড়ি হলো Maruti Alto। এই গাড়িতে বর্তমানে আপনারা ১৫,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন। সঙ্গে আপনাদের জন্য থাকছে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। পাশাপাশি কর্পোরেট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন ৪,০০০ টাকা পর্যন্ত।

Maruti S-Presso –

এই গাড়ি হলো K-10 এর আপডেটেড মডেল। ২০১৯ এ লঞ্চ হওয়া k-10 গাড়িটি নতুনভাবে বাজারে এসেছে Maruti S-Presso নামে। এখানে মাইক্রো এসইউভি লুক দেওয়া হয়েছে। আপনারা এই গাড়িতে ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে সর্বমোট ২০,০০০ টাকা ছাড় পেয়ে যেতে চলেছেন। এছাড়াও আপনাদের জন্য থাকছে ৪,০০০ টাকা কর্পোরেট বোনাস।

Latest Posts

টেক নিউজ