বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি বর্তমানে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে নিরন্তন চেষ্টা করে যাচ্ছে। মানুষটা বুঝেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় ইলেকট্রিক গাড়ি বা বাইক আমাদের ভবিষ্যৎ হতে পারে। এই ইলেকট্রিক গাড়ি বাইকের দুনিয়াকে খুব তাড়াতাড়ি মেনে নিতে হবে মানবজাতিকে।
বর্তমানে আমাদের দেশ তথা গোটা বিশ্বে ইলেকট্রিক গাড়ি বা বাইক কেনার প্রবণতা বাড়ছে গ্রাহকদের। আর গ্রাহকরা ইলেকট্রিক বাইক বা গাড়ি কেনার চাহিদা দেখানোয় কোম্পানিগুলি আরো উন্নত প্রযুক্তি আনার বিষয় মনোনিবেশ করেছে। কিছুদিন আগে ভারতীয় বাজারে তাইওয়ানের কোম্পানি Gogoro এর ইলেকট্রিক স্কুটি বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর তারা নিজেদের মার্কেটে নতুন Viva Mix ইলেকট্রিক স্কুটি লঞ্চ করেছে। আসুন আজকের এই প্রতিবেদনে নতুন Electric Scooter স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিন।
নতুন Viva Mix ইলেকট্রিক স্কুটিতে ৬ kw এর ব্যাটারি আছে যা ৮ hp এর একটি মোটরকে শক্তি প্রদান করে। এই মোটরে ওয়াটার কুলিং ডিজাইন আছে। এছাড়া স্কুটির পিছনের চাকায় কার্বন ফাইবার বেল্ট ব্যবহার করা হয়েছে যা স্কুটিকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। অন্যান্য ইলেকট্রিক স্কুটি তুলনায় এ স্কুটি ৪০ শতাংশ শব্দ কম করে। জানা গিয়েছে, একবার চার্জে এই ইলেকট্রিক স্কুটি ১৫০ কিলোমিটার পথ যেতে পারে। শহর জুড়ে এই স্কুটির ২০০০ চার্জিং স্টেশন আছে। চীনের বাজারে স্কুটির দাম ২১৫৫ ডলার। ভারতের বাজারে এই স্কুটি কবে লঞ্চ করবে এখন সেটাই দেখার।