জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি Ford হাজির হয়ে গেছে Midnight Surprise সেল নিয়ে। ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে। এই অফারে আপনারা Figo, Aspire, Freestyle, EcoSport, এবং Endeavour মডেলের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট এবং দুর্দান্ত কিছু অফার পেয়ে যেতে চলেছেন। আপনারা পেতে পারেন সর্বাধিক ৫ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সঙ্গে নানা উপহারও থাকছে আপনাদের জন্য।
৩দিনের এই ডিসকাউন্ট অফারে উপরিউক্ত যেকোনো একটি মডেল বুক করলে আপনারা পাবেন ডিজিটাল স্ক্র্যাচ কার্ড। এছাড়া থাকছে দুর্দান্ত কিছু উপহার। এর মধ্যে রয়েছে এলইডি টিভি, ডিশ ওয়াশার, এয়ার পিউরিফায়ার, মাইক্রোওয়েভ ওভেন, লেটেস্ট iPad, iPhone 11 সহ আরো অনেক কিছু।
উপহারের তালিকায় ভালো ব্র্যান্ডের সাইকেল, ফিটনেস ব্যান্ড এবং স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু রয়েছে। এছাড়াও আপনারা পাবেন ২৫,০০০ টাকা পর্যন্ত গিফট কার্ড, সোনার কয়েন এবং ১ লাখ টাকা অব্দি গোল্ড ভাউচার জেতার সুযোগ।
তবে এইসব ছাড়াও, সবথেকে বড় অফার হল যারা ডিসেম্বর মাসের মধ্যে গাড়ি ডেলিভারি নেবেন তাদের জন্য ৫ লাখ টাকার বাম্পার প্রাইজ অফার রয়েছে। Ford india এর মার্কেটিং, সেল এবং সার্ভিস এক্সিকিউটিভ বিনয় রানা জানিয়েছেন, “করোনা পরিস্থিতির জন্য অটোমোবাইল সেক্টর অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেক বছরের তুলনায় এই বছরে গাড়ির বিক্রির পরিমাণ অত্যন্ত কম। এই বছর কোন কোম্পানি বিশেষ লাভের মুখ দেখতে পারেনি। তাই Ford বছরের শেষে তাদের গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে Midnight Surprise এর রূপে। এই অফারের মাধ্যমে আমরা আশা করছি সকলেই আকর্ষিত হবে গাড়ি কেনার জন্য। ক্রেতারা পেয়ে যাবেন দুর্দান্ত কিছু পুরস্কার এবং পাশাপাশি ৫ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।”
এই ডিসকাউন্ট অফার চলাকালীন সকাল ৯ত থেকে রাত ১২ টা পর্যন্ত দেশের সমস্ত Ford ডিলারশিপ খোলা থাকবে। সেখানে গিয়ে আপনারা টেস্ট ড্রাইভ করতে পারেন আপনার পছন্দের গাড়ির। এছাড়াও রয়েছে Dial-A-Ford এর সুবিধা। এর মাধ্যমে আপনি টোল ফ্রি নম্বর 1800-419-3000 তে ফোন করে গাড়ি বুক করতে পারেন। এছাড়াও, www.booking.india.ford.com এ গিয়েও বুকিং করা যাবে।