পয়লা জানুয়ারি থেকে প্রতিটি গাড়িতে ব্যবহার করার কথা ছিল Fastag। তবে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত থেকে কিছুটা পিছিয়ে আসতে পারে। এই সময় সীমা ১ মাস আরো বৃদ্ধি করা হতে পারে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এখনো বড় সংখ্যক যাত্রী জাতীয় সড়কে টোল ট্যাক্স ভরেন। তাই এই মুহূর্তে ৭৫ – ৭৮% গাড়িতে ব্যবহার করা হয়েছে Fastag। তাই যদি এই মুহুর্তে এই ট্যাগ বাধ্যতামূলক হয়ে যায় তাহলে বহু সংখ্যক মানুষ চাপে পড়বেন। এই কারণে যে সমস্ত চারচাকা এখনো এই ডিভাইস লাগায়নি সেগুলি আরো একমাস পেয়ে যাবে এই ট্যাগ সেট করতে।
২০১৭ সাল থেকে নতুন চারচাকা কেনা এবং সেই সময় নথিভুক্তির কালে Fastag ব্যবহার করা বাধ্যতামূলক হয়েছিল। এই সমস্ত ট্রাকের ব্যবস্থা করতে গাড়ি প্রস্তুতকারী সংস্থা অথবা ডিলার সংস্থা। তবে, ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকেল নিয়মের সংশোধনা করে, কেন্দ্রীয় সরকার ২০১৭ সালে নতুন নিয়ম নিয়ে আসে যেখানে চার চাকার গাড়িতে এই ট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক হয়।
২০১৪ সালে প্রথমবারের জন্য Fastag চালু করা হয়। এই ট্যাগ গাড়ির সামনের কাচে স্টিকারের মত লাগানো থাকে। সেই গাড়ি টোলপ্লাজা অতিক্রম করার সঙ্গে সঙ্গে Fastag এর সঙ্গে যুক্ত ব্যাংক একাউন্ট থেকে আপনা আপনি টাকা কেটে যায়। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আর যানজটের মধ্যে পড়তে হয় না।
এই Fastag রিচার্জ করার দুটি অপশন। প্রথমটি হলো, যেই ব্যাংক থেকে আপনি কিনবেন সেখানে একটি বলে তৈরি করা হবে। দ্বিতীয়তঃ, যদি আপনি ফোন পে অথবা পেটিএম এর মতো মোবাইল ওয়ালেট এর মাধ্যমে Fastag কেনেন তাহলে আপনি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। ইস্যু করার ৫ বছর পর্যন্ত এই ট্যাগ বৈধ থাকবে।