যদি আপনার কাছে আপনার নিজের গাড়ি থাকে এবং তাতে যদি Fastag চিনা লাগানো থাকে তাহলে আর কিন্তু দেরি করবেন না কারণ আগামী বছর থেকেইকেন্দ্রীয় পরিবহন সংস্থার বাধ্যতামূলক করে দিচ্ছে প্রত্যেকটি গাড়িতে ফাস্ট্যাগ ব্যবহার করা। আগামী ১ জানুয়ারি থেকে যদি আপনার গাড়িতে fastag না ব্যবহার করা থাকে তাহলে গাড়ির মালিক কে ১৯৮৯ সালের মোটর ভেহিকেল আইন অনুযায়ী জরিমানা ধার্য করা হবে। বর্তমানে দেশের প্রায় সমস্ত কলকাতাতে এই প্রক্রিয়ায় পেমেন্ট নেওয়া হচ্ছে।
দেশের জাতীয় সড়কে ভিড় এবং পরিবহনের সময় কমানোর জন্য প্রত্যেকটি টোল প্লাজা তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা শুরু করার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। গত ২০১৭ সাল থেকে নতুন চারচাকা গাড়ি তে fastag ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই ক্ষেত্রে গাড়ি প্রস্তুতকারী সংস্থা অথবা ডিলার এই ট্যাগের ব্যবস্থা করবে। ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকেল নিয়ম সংশোধন করে সমস্ত গাড়ির উপরে fastag ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।
আপনারা পেটিএম থেকে ৫০০ টাকা দিয়ে fastag কিনে ফেলতে পারবেন। সে ক্ষেত্রে ২৫০ টাকা ফেরত যোগ্য সিকিউরিটি ডিপোজিট এবং ন্যূনতম ব্যালেন্স থাকবে ১৫০ টাকা। অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে যদি আপনি fastag কেনেন তাহলে আপনাকে ৯৯.১২ টাকা ইস্যু ফি, ২০০ টাকা ডিপোজিট এবং ২০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। সমস্ত যাত্রীবাহী এবং পণ্যবাহী চারচাকা ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।