বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি বর্তমানে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে নিরন্তন চেষ্টা করে যাচ্ছে। মানুষটা বুঝেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় ইলেকট্রিক গাড়ি বা বাইক আমাদের ভবিষ্যৎ হতে পারে। এই ইলেকট্রিক গাড়ি বাইকের দুনিয়াকে খুব তাড়াতাড়ি মেনে নিতে হবে মানবজাতিকে।
বর্তমানে আমাদের দেশ তথা গোটা বিশ্বে ইলেকট্রিক গাড়ি বা বাইক কেনার প্রবণতা বাড়ছে গ্রাহকদের। আর গ্রাহকরা ইলেকট্রিক বাইক বা গাড়ি কেনার চাহিদা দেখানোয় কোম্পানিগুলি আরো উন্নত প্রযুক্তি আনার বিষয় মনোনিবেশ করেছে। এরইমধ্যে জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Volkswagan এক নতুন কনসেপ্ট বিশ্ববাসীর সামনে এনেছে। তারা ইলেকট্রিক গাড়ির জন্য পার্কিং লটে অটোমেটিক মোবাইল চার্জিং রোবট আনার কথা ভাবছে।
কি এই অটোমেটিক মোবাইল চার্জিং রোবট?
ইলেকট্রিক গাড়ি ব্যবহারের অনেক ইতিবাচকতা থাকলেও সমস্যা হয় একটা ক্ষেত্রে। এই গাড়ি ব্যাটারীতে চলায় কিছুদুর যাওয়ার পর এদিকে চার্জ করতে হয়। আর গাড়ির একটি গোটা ব্যাটারীকে চার্জ করতে একটু বেশি সময় লেগে যায়। এই সমস্যা সমাধানের কথাই ভেবেছে Volkswagan। তারা পাবলিক পার্কিং লটে ইলেকট্রিক গাড়ি চার্জ করার রোবট তৈরীর কথা ভেবেছে। এই রোবট সাধারণ পার্কিং লটে থাকবে। আপনি গিয়ে আপনার স্মার্টফোনের মাধ্যমে রোবটকে আপনার গাড়ির নাম্বার বলে দিলে সেই রোবট স্বয়ংক্রিয়ভাবে গাড়ির কাছে গিয়ে গাড়িকে চার্জ করে দেবে। আপনাকে চার্জার গাড়িতে লাগাতে হবে না। চার্জ হয়ে গেলে চার্জার খুলে রোবট আবার নিজের চার্জিং স্টেশনে চলে আসবে। যে কোন ইলেকট্রিক গাড়িকে এই রোবট চার্জ করতে পারবে। এবার ভারতে কবে এরকম অত্যাধুনিক প্রযুক্তি আসবে, সেটাই দেখার।