জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা Ducati এবার ভারতের বাজারে Scrambler সিরিজের তিনটি বাইক লঞ্চ করছে। কোম্পানির এই তিনটি বাইক হবে BS6 ভেরিয়েন্ট এর। তিনটি নতুন লঞ্চ করা বাইকের নাম হল- BS6 Ducati Scrambler Dark, BS6 Scrambler Icon এবং BS6 Ducati Scrambler 1100 Dark Pro। এই তিনটি বাইকের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম হলো BS6 Ducati Scrambler 1100 Dark Pro। কোম্পানি ইতিমধ্যেই তাদের নতুন বাইকের বুকিং নেওয়া শুরু করে দিয়েছে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন তিনটি বাইক এর মধ্যে কোন বাইকটি সবচেয়ে ভালো পারফর্মেন্স দেবে।
BS6 Ducati Scrambler Dark ও BS6 Scrambler Icon বাইকে ৮০৩ সিসির এল টুইন ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৮২৫০ rpm এ ৭১ bhp পাওয়ার ও ৫৭৫০ rpm এ ৬৬.২ Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকগুলিতে অত্যাধুনিক সাসপেনশন সিস্টেম ও কর্নারিং প্রটেকশন এবিএস প্রযুক্তি দেখা যাবে। কোম্পানির মধ্যে Scrambler সিরিজে BS6 Scrambler Icon Dark বাইকের মূল্য সবচেয়ে ন্যূনতম। এই বাইকের ভারতীয় বাজারে এক্স শোরুম মূল্য ৭.৯৯ লাখ টাকা। এছাড়া BS6 Scrambler Icon বাইকের এক্স শোরুম মূল্য ৮.৪৯ লাখ টাকা।
অন্যদিকে কোম্পানির Scrambler সিরিজের মধ্যে বেশ প্রিমিয়াম হল BS6 Ducati Scrambler 1100 Dark Pro। এই বাইকে ১০৭৯ সিসির এল টুইন, এয়ার কুল ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৭৫০০ rpm এ ৮৫ bhp পাওয়ার ও ৪৭৫০ rpm এ ৮৮ Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে হাইড্রোলিক কন্ট্রোল গিয়ার বক্স সহ ৬ স্পিড ট্রান্সমিশন সিস্টেম আছে। এই বাইকে অত্যাধুনিক সাসপেনশন সিস্টেম, কর্নারিং প্রটেকশন এবিএস, ট্রাকশন কন্ট্রোল প্রযুক্তি দেখা যাবে। ভারতের বাজারে এই বাইকের এক্স শোরুম মূল্য ১০.৯৯ লাখ টাকা।