করোনা পরিস্থিতির মধ্যে নতুন করে একটি সুখবর নিয়ে হাজির হল মোদি সরকার। গতকাল পর্যন্ত জানানো হয়েছিল যদি করোনা লকডাউন এর সময় আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিট এর মত মোটরগাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আগামী ৩১ ডিসেম্বরের আগে রিনিউ করাতে হবে। তবে এবারে, এই নিয়মের পরিবর্তন ঘটালো মোদি সরকার। মোদি সরকার এর নতুন নিয়ম অনুযায়ী, এই ধরনের লাইসেন্স এবং পারমিট আগামী ৩১ মার্চ ২০২১ পর্যন্ত ভ্যালিড থাকবে। তবে তার মধ্যে আপনাকে অবশ্যই সমস্ত নথি রিনিউ করিয়ে নিতে হবে।
১৯৮৮ সালের মোটর ভেহিকেল আইন এবং ১৯৮৯ সালের মোটর-যানবাহন বিধি আইন অনুযায়ী গাড়ির নথির বৈধতা বারংবার বৃদ্ধি করা হয়েছে। গত ৩০ মার্চ, ৯ জুন, এবং ২৪ আগস্ট তিনটি আলাদা আলাদা অ্যাডভাইজারি জারি করে এই কমিটি। এরপর আগের সমস্ত নোটিফিকেশনে গাড়ির ফিটনেস পারমিট লাইসেন্স এবং সমস্ত কাগজ পত্রের মেয়াদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছিল।
তবে এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে প্রকাশিত আরো একটি বিবৃতিতে জানানো হয়েছে, “করোনা ভাইরাস সংক্রমণের সময় বাস্তবের প্রয়োজনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সড়ক পরিবহন নিগম ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিট এর মত গাড়ির সমস্ত নথি পত্র ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ভ্যালিড রাখার সিদ্ধান্ত নিল। মন্ত্রকের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে।” এই কঠিন পরিস্থিতিতে যাত্রীসাধারণ এবং সংশ্লিষ্ট সংস্থার মন্ত্রকের স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে মন্ত্রক তরফে। ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে এই মর্মে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।