ফরাসি অটোমোবাইল কোম্পানি Citerion একটি নতুন ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এসেছে। তবে এটি সাধারণ কোনো ইলেকট্রিক গাড়ি নয়, এটি হতে চলেছে মূলত কিশোরদের জন্য নির্মিত বিশেষ একটি ইলেকট্রিক গাড়ি। সাধারণত প্রত্যেক দেশে গাড়ি চালানোর জন্য নূন্যতম ১৮ বছর বয়স হওয়া আবশ্যক, কারণ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ১৮ বছর বয়স টি নূন্যতম বয়স। কিন্তু ইলেকট্রিক স্কুটার এর ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন পড়ে না। এই কারণেই ফ্রান্সের এই কোম্পানি এমন একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে ফ্রান্সের এই কোম্পানি এমন একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে যা চলবে ইলেকট্রিকে। ফলে এই গাড়িটি চালাতে কোন লাইসেন্স এর প্রয়োজন পড়বে না। আপনাদের জানিয়ে রাখি গাড়িটির নাম দেওয়া হয়েছে, এমি (ami)।
এই গাড়িতে একটি ছোট ৬ ওয়াট ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। এই কারণে ফ্রান্সের ট্রাফিক আইন অনুযায়ী ১৪ বছরের যুবকরা এই গাড়ি চালাতে পারে। ফ্রান্স ছাড়া ইউরোপের অন্যান্য জায়গায় এই গাড়িটি চালানোর জন্য নূন্যতম বয়স ১৬ হতে হবে। এই গাড়িটির টপ স্পিড প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটার। এই গাড়ির বডি সম্পূর্ণ প্লাস্টিক এবং এই গাড়িটি তৈরি করতে কোন অতিরিক্ত জিনিস যোগ করা হয়নি। তবে এই গাড়িতে বেশকিছু এমন ফিচার রয়েছে যা এই বয়সে র টিনএজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ফ্রান্সের ইলেকট্রনিক্স স্টোরে স্মার্টফোন এবং ভিডিয়ো গেম কন্ট্রোল এর সঙ্গে এই গাড়ি বর্তমানে বিক্রি হচ্ছে।
ডিজাইন –
এই নতুন Ami গাড়িটি দেখতে বেশ ছোট এবং সর্বাধিক দুজনেই গাড়িতে বসতে পারবে। অতিরিক্ত ভিড় কোন শহরে এই গাড়ি অত্যন্ত ভালোভাবে চলতে পারবে। কিছুদিন আগে একটি মোটর শোতে এই গাড়ির ইঞ্জিন পেশ করা হয়েছিল। এই বছরের শেষের দিকে ফ্রান্সে এই গাড়ি বিক্রি শুরু হবে। এই গাড়িতে একটি ছোট সিটি কার এবং এটিকে হালকা কোয়াড্রাইসাইকেল শ্রেণীতে রাখা হয়েছে।
ব্যাটারি এবং রেঞ্জ –
এই নতুন গাড়ির পাওয়ারের কথা বলতে গেলে একে কোয়াদ্রিসাইকেল শ্রেণীতে রাখা হয়েছে। আপনারা এই গাড়ির সাথে ৫.৫ কিলোওয়াট এর ব্যাটারি এবং ৬ কিলোওয়াট এর মোটর পেয়ে যাবেন। একবার সম্পূর্ণ চার্জ করে নিলে এই গাড়ি ৭০ কিলোমিটার অবধি চলতে পারে। এই গাড়ির সর্বাধিক গতিবেগ ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। একটি ইলেকট্রিক বাইকঅথবা স্কুটার এর মতই এই গাড়িতেও ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। আপনারা বাড়িতে তিন ঘন্টার মধ্যে এই গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে পারবেন।
দাম এবং উপলব্ধতা –
ফ্রান্সে এই গাড়িটির দাম রাখা হয়েছে ৬,০০০ ইউরো বা ৭,১০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই গাড়ির দাম হয় ৫.২৩ লক্ষ টাকা। তবে যদি এই গাড়ি ভারতে কোন দিন আসে তাহলে অবশ্যই এই দামের থেকে অনেক বেশি দামে আসবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, আপাতত ফ্রান্সে এই গাড়িটির প্রথম বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই ১,০০০ জন গ্রাহক এই গাড়িটির প্রি-বুকিং করে ফেলেছেন। ফ্রান্সে বিক্রি শুরু হওয়ার পরে এই গাড়ি বিশ্বের অন্যান্য জায়গায় বিক্রি করা শুরু হবে। কবে ভারতে অথবা বাংলাদেশে এই গাড়ি কবে আসবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।